প্রচ্ছদ / প্রশ্নোত্তর / যার কথা ডেসটিনিতে টাকা ইনভেস্ট করা হলো ডেসটিনি বন্ধ হবার পর কি তার থেকে জরিমানা নেয়া যাবে?

যার কথা ডেসটিনিতে টাকা ইনভেস্ট করা হলো ডেসটিনি বন্ধ হবার পর কি তার থেকে জরিমানা নেয়া যাবে?

প্রশ্ন

(নাম প্রকাশে অনিচ্ছুক)

আসসালামু আলাইকুম।

এক ব্যক্তি Destiny 2000 Limited এ এমএলএম ব্যবসায় যোগদান করেন। পরবর্তীতে উনি অন্য একজনকে ১০,০০০ টাকায় ১২ বছর মেয়াদী ট্রি প্ল্যানটেশন প্রোগ্রামে ভর্তি করিয়ে দেন, যেখান থেকে মেয়াদ শেষে ৬০,০০০ টাকা পাওয়ার কথা।

কিন্ত পরবর্তীতে সরকারিভাবে সকল কোম্পানির এই এমএলএম ব্যবসা বন্ধ করে দেয়া হয়।

এমতাবস্থায় মেয়াদ শেষে প্রথম ব্যক্তি কি দ্বিতীয় ব্যক্তিকে কোন অর্থ পরিশোধ করা লাগবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, পরিশোধ করতে হবে না। এই টাকা পরিশোধ করা যে কোম্পানীতে ইনভেস্ট করেছে, সেই কোম্পানীর কর্তৃপক্ষের দায়িত্ব।

فإن مطالبة الدين بغير دين غير متصور (العناية شرح الهداية،  كتاب الكفالة، الكفالة بالمال، دار الفكر-7/182)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ক্রেডিট কার্ডে পণ্য ক্রয় করার হুকুম কী?

প্রশ্ন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বাংলাদেশ আস সালামু আলাইকুম, আমার প্রশ্ন ক্রেডিট কার্ড নিয়ে , …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *