প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / আব্দুল কাদীর জিলানী রহঃ কি কবরে মুনকীর নকীরকে সালাম না দেয়ায় আটকে রেখেছিলেন?

আব্দুল কাদীর জিলানী রহঃ কি কবরে মুনকীর নকীরকে সালাম না দেয়ায় আটকে রেখেছিলেন?

প্রশ্ন

আসসালামু আলাইকুম

একটি প্রশ্ন,

অনেকে বলে হযরত আব্দুল কাদির জিলানী (রহঃ) কবরে নাকি ফেরেশতাদেরকে আটকে রেখেছিলেন এবং বলেছিলেন, তোমরা মুসলিম না অমুসলিম? তখন ফেরেশতারা বলল, আমরা মুসলিম।

তিনি বললেন, মুসলিম হলে তো সালাম দেওয়া উচিৎ ছিল,,,,,,,,,,,,,,,,,­­,,,এরকম দীর্ঘ কাহিনী।

এর সত্যতা কতটুকু? অতিশিঘ্রই জানাবেন আশা করি।

প্রশ্ন প্রেরণকারী

মুহাম্মদ রফীকুল ইসলাম

কমলাপুর, বহরিয়া বাজার, চাঁদপুর

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

বিভিন্ন বাজারী বক্তাদের মুখে এমন আজগুবী গল্প করতে শুনা যায় যে, “কবরে আব্দুল কাদীর জিলানী রহঃ কে মুনকির নকীর প্রশ্ন করতে আসলে, তিনি তাদের প্রথমে সালাম কেন দেয়া হলো না, জিজ্ঞাসা করেন।

তারপর ফেরেস্তাদের বলেন, আমাকে প্রশ্ন করার আগে আমার এক প্রশ্নের উত্তর দিন।

ফেরেস্তারা বলল: কী প্রশ্ন? তিনি বললেন, তোমরা আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে বানানোর সময় নিষেধ করেছিলে কেন?

জবাব দিতে অক্ষম হয়ে মুনকির নকীর আল্লাহর কাছে বলেন, আমরা কী করবো?

আল্লাহ বললেন, আমার মাহবুবের জবাব তোমাদের দিতেই হবে।

ফেরেস্তারা বলেন, আমাদের কাছে কোন উত্তর নেই। তখন জিলানী রহঃ বললেন, তাহলে আমার সাথে একটা ওয়াদা করতে হবে, কিয়ামত পর্যন্ত আমার যতো মুরীদ থাকবে, তাদের কবরে প্রশ্ন করার সময় সহজ করবে। এই ওয়াদার ভিত্তিতে আমি তোমাদের ছেড়ে দিলাম।”

আগে পিছে আরো কিছু কথা লাগিয়ে রসিয়ে রসিয়ে মাহফিলে কতিপয় জাহেল বক্তাদের উক্ত ঘটনা বলতে শুনা যায়।

এটা সম্পূর্ণ বানোয়াট ঘটনা। এর কোন বাস্তবতা নেই।

আব্দুল কাদীর জিলানী রহঃ মারা যাবার পর কী হয়েছে তা এতো বিস্তারিত কিভাবে অন্য কেউ জানলো? এ ঘটনার কোন ভিত্তি নেই।

এ ঘটনা বর্ণনা করা যেমন জায়েজ নেই। তেমনি বিশ্বাস করাও কুফরী হবে।

من قال أرواح المشائخ حاضرة تعلم يكفر (البحر الرائق، زكريا-5/209، مجمع الأنهر، بيروت-1/691)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ঘরের ভিতরে ছোট বা বড় কুকুর পালন করার হুকুম কী?

প্রশ্ন জনাব। আসসালামু আলাইকুম। আমার নিম্ন বর্নিত প্রশ্নের উত্তর দিলে বাধিত থাকিব। ঘরের ভিতরে ছোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *