প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / ঘরের ভিতরে ছোট বা বড় কুকুর পালন করার হুকুম কী?

ঘরের ভিতরে ছোট বা বড় কুকুর পালন করার হুকুম কী?

প্রশ্ন

জনাব। আসসালামু আলাইকুম।

আমার নিম্ন বর্নিত প্রশ্নের উত্তর দিলে বাধিত থাকিব।

ঘরের ভিতরে ছোট কুকুর অথবা বড় কুকুর পালনের ইসলামিক বিধান কি? ধন্যবাদ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কুকুর ছোট হোক বা বড় হোক তা যে ঘরে থাকে, সেই ঘরে রহমাতের ফেরেস্তা আসে না। তাই ঘরের ভিতরে কুকুর পালন করা জায়েজ নেই।

أَبَا طَلْحَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلاَ صُورَةُ تَمَاثِيلَ

আবূ ত্বলহা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সেথায় ফেরেশতা প্রবেশ করে না। [সহীহ বুখারী, হাদীস নং-৩২২৫, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৬৪৯]

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنِ اقْتَنَى كَلْبًا، إِلَّا كَلْبَ مَاشِيَةٍ، أَوْ ضَارِيًا، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালে, তার ‘আমাল থেকে প্রতিদিন দু’ কীরাত পরিমাণ সাওয়াব কমে যায়। [সহীহ বুখারী, হাদীস নং-৫৪৮২]

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিধর্মী ভালো মানুষ কেন জান্নাতে যেতে পারবে না?

প্রশ্ন একজন আমাকে একটা প্রশ্ন করেছিল, যে দুইটা মানুষ একজন মুসলিম অন্যজন অমুসলিম। দুজনের মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *