প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / মাসবুক ব্যক্তি যদি ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে তাহলে এক্ষেত্রে করণীয় কি?

মাসবুক ব্যক্তি যদি ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে তাহলে এক্ষেত্রে করণীয় কি?

প্রশ্ন

মাসবুক ব্যক্তি যদি ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে তাহলে এক্ষেত্রে করণীয় কি?

জবাব

بسم الله الرحمن الرحيم

মাসবুক ব্যক্তি যদি ভুলে ইমামের সাথে বা আগে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার উপর নামাযের শেষাংসে সাহু সেজদা দেয়া আবশ্যক নয়।

আর যদি ইমাম সালাম ফিরানোর পর সালাম ফিরায়, তাহলে তার উপর নামাযের শেষাংসে সাহু সেজদা দেয়া ওয়াজিব।

আর যদি ইমামের সাথে সালাম ফিরায় এটা ভেবে যে, ইমামের সাথে তার সালাম ফিরানো উচিত, তাহলে তার নামায ফাসিদ হয়ে যাবে। এ নামায পুনরায় পড়তে হবে।

বিঃদ্রঃ সাধারণতঃ মাসবুক ব্যক্তিরা ইমামের পর ভুলে সালাম ফিরায় তাই সেজদায়ে সাহু দেয়াই আবশ্যক।

فى البحر الرائق- ومن احكامه- ومن أحكامه أنه لو سلم مع الإمام ساهيا أو قبله لا يلزمه سجود السهو لأنه مقتد وإن سلم بعده لزمه وإن سلم مع الإمام على ظن أن عليه السلام مع الإمام فهو سلام عمد فتفسد (البحر الرائق، كتاب الصلاة، باب الحدث فى الصلاة-1/662

তথ্যসূত্র

আল বাহরুর রায়েক-১/৬৬২

ফাতওয়ায়ে শামী-২/৩৫০

ফাতওয়া আলমগীরী-১/৯১

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

আরও জানুন

বিছানায় লেগে থাকা শুকনো বীর্যে ভিজা হাত লাগলে কি হাত নাপাক হয়ে যায়?

প্রশ্ন আসসালামু আলাইকুম, বীর্য যদি শুকিয়ে যায় (বিছানায় পড়া) সেই জায়গায় ভিজা হাত লাগে আবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস