প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / সুদভিত্তিক ঋণগ্রহণ করা কখন জায়েজ?

সুদভিত্তিক ঋণগ্রহণ করা কখন জায়েজ?

প্রশ্ন

সুদভিত্তিক ঋণগ্রহণ কখন জায়েজ? দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি এমন প্রয়োজন দেখা যায় যে, অর্থকড়ি না থাকার কারণে নিজ ও পরিবার অনাহারে থাকার সম্ভাবনা তৈরী হয়, কিন্তু সুদবিহীন ঋণ দিতে কেউ রাজি না হয়, তাহলে এমতাবস্থায় নিজ ও পরিবার রক্ষায় সুদভিত্তিক ঋণগ্রহণ করা জায়েজ আছে। এছাড়া সাধারণ প্রয়োজনে সুদী ঋণ গ্রহণ করা জায়েজ নয়। আল্লাহর অভিশাপের কারণ হবে।

يجوز للمحتاج الاستقراض بالربح، (الأشباه والنظائر، قديم-149، البحر الرائق، زكريا-6/211، كويته-6/126)

عن جابر قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا، ومؤكله، وكاتبه، وشاهديه، وقال هم سواء (صحيح مسلم-2/27، رقم-1598، سنن ابى وداود-2/473، رقم-3333)

الضرورات تبيح المحظورات ومنثم جاز أكل الميتة عند المخمصة (الأشباه والنظائر، قديم-1/140، قواعد الفقه-89، رقم-170، الموسوعة الفقهية الكيوتية-2/162، 28/180، شرح المجلة سليم رستم باز-1/29، رقم-21)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *