প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / কমিশন দিয়ে মসজিদের জন্য টাকা পাস করিয়ে সংগ্রহ করা টাকা দিয়ে মসজিদ নির্মাণ করার হুকুম কী?

কমিশন দিয়ে মসজিদের জন্য টাকা পাস করিয়ে সংগ্রহ করা টাকা দিয়ে মসজিদ নির্মাণ করার হুকুম কী?

প্রশ্ন

জনাব মুফতি সাহেব আমাদের মসজিদের অবস্থা খুবই করুন মসজিদের ভিতরে বৃষ্টির পানি পড়ে মসজিদের সাইডের ওয়াল ফেটে গেছে জুমার দিন মসজিদে অনেক সময় লোক ধরে না  এমতাবস্থায় মসজিদের সংস্কার খুবই জরুরী  আমরা অনেক সংস্থার সাথে দৌড়াদৌড়ি করে  ছিলাম  শেষ পর্যায়ে একজনকে পেয়েছি  তিনি আমাদের বললেন আমাদের মসজিদের নামে ৮ লক্ষ টাকা পাস করে আনবে  আমাদের মসজিদে সাড়ে সাত লক্ষ টাকা দিবে  বাকি ৫০ হাজার টাকা তিনি নিবে । এ বিষয় নিয়ে আমাদের মসজিদে দু পক্ষ হয়েছে  কেউ বলতেছে এ টাকা দিয়ে মসজিদ করা যাবে না এবং তাকে ৫০ হাজারও দেওয়া যাবে না এমত অবস্থায় দারুল ইফতার শরণাপন্ন হয়েছি  দ্রুত একটি  সমাধান দিবেন মোঃ নাজমুল ইসলাম মাথাভাঙ্গা কালিয়া নড়াইল

উত্তর

بسم الله الرحمن الرحيم

উক্ত টাকা দিয়ে মসজিদ করাতে কোন সমস্যা নেই। জায়েজ আছে।  

استأجره ليصيد له أو يحتطب له، فإن وقت لذلك وقتا جاز ذلك (الدر المختار مع رد المحتار، زكريا-9/85، كرتاشى-6/62)

الإجارة هى بيع منفعة معلومة بأجرة معلومة (البحر الرائق، زكريا-8/2)

ولا يصح حتى تكون الأجرة معلومة (الهداية-3/277)

وشرطها كون الأجرة والمنفعة معلومتين (الدر المختار مع رد المحتار، زكريا-9/7، كرتاشى-6/5)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *