প্রচ্ছদ / ইলমে হাদীস / ‘ইলম শিখতে প্রয়োজনে চীনে যাও’ এবং ‘বিদ্বানের কালি শহীদের রক্তের চেয়ে দামী’ কথাগুলো কি হাদীস?

‘ইলম শিখতে প্রয়োজনে চীনে যাও’ এবং ‘বিদ্বানের কালি শহীদের রক্তের চেয়ে দামী’ কথাগুলো কি হাদীস?

প্রশ্ন

“এলম শিখতে দরকারে চীনে যাও”

“বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি”

এগুলো কি হাদিস ?

ফাইজান

ঢাকা

উত্তর

بسم الله الرحمن الرحيم

اطلبوا العلم ولو بالصين

ইলম শিখতে দরকারে চীনে যাও। এটি কোন বিশুদ্ধ হাদীস নয়। [আলমওযুআত, ইবনুল যাওযীকৃত-১/২১০,তালখীসুল মওযূআত,ইমাম যাহাবীকৃত-১/২৩১, আলমাকাসিদুল হাসানাহ, ইমাম সাখাবীকৃত-৮৫, তাযকিরাতুল মওযূআত, মুহাম্মদ বিন তাহের মাকদিসীকৃত-২৯, তানযীহুর শরীআহ, ইবনে ইরাককৃত-১/২৫৮, রক্বম-২৮,]

তবে ‘বিদ্যানের কালি শহীদের রক্তের চেয়ে দামী’ কথাটি হযরত হাসান বসরী রহঃ এর একটি কওল। নবীজীর হাদীস নয়। {আলআসরারুল মারফুআ, বর্ণনা নং-৩০৩, আলফাওয়ায়েদুল মাউজুআ, বর্ণনা নং-১০৭, মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-৯২৬, আলইলালুল মুতানাহিয়া-১/৮০}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

মোবাইল ঘড়ি বা ইলেক্ট্রনিক সামগ্রিতে নাপাক লাগলে কিভাবে পাক করবে?

প্রশ্ন আস সালামু আলাইকুম, যে সকল জিনিস পানি দ্বারা ধৌত করা যায় না, সে সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *