প্রশ্ন
“এলম শিখতে দরকারে চীনে যাও”
“বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি”
এগুলো কি হাদিস ?
ফাইজান
ঢাকা
উত্তর
بسم الله الرحمن الرحيم
اطلبوا العلم ولو بالصين
ইলম শিখতে দরকারে চীনে যাও। এটি কোন বিশুদ্ধ হাদীস নয়। [আলমওযুআত, ইবনুল যাওযীকৃত-১/২১০,তালখীসুল মওযূআত,ইমাম যাহাবীকৃত-১/২৩১, আলমাকাসিদুল হাসানাহ, ইমাম সাখাবীকৃত-৮৫, তাযকিরাতুল মওযূআত, মুহাম্মদ বিন তাহের মাকদিসীকৃত-২৯, তানযীহুর শরীআহ, ইবনে ইরাককৃত-১/২৫৮, রক্বম-২৮,]
তবে ‘বিদ্যানের কালি শহীদের রক্তের চেয়ে দামী’ কথাটি হযরত হাসান বসরী রহঃ এর একটি কওল। নবীজীর হাদীস নয়। {আলআসরারুল মারফুআ, বর্ণনা নং-৩০৩, আলফাওয়ায়েদুল মাউজুআ, বর্ণনা নং-১০৭, মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-৯২৬, আলইলালুল মুতানাহিয়া-১/৮০}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]