প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / সুদী টাকায় নির্মিত স্থানে ঈদের নামায পড়ার হুকুম কী?

সুদী টাকায় নির্মিত স্থানে ঈদের নামায পড়ার হুকুম কী?

প্রশ্ন

প্রশ্নকারীর নাম: Md Abdul Wahid sardar

ঠিকানা: Karimnagar,kulpi, South 24 parganas, West Bengal, India

জেলা/শহর: South 24 parganas

দেশ: India

প্রশ্নের বিষয়: সুদের টাকা ঈদগাহ নির্মাণ

বিস্তারিত:
—————-
بسم الله الرحمان الرحيم

اسلام عليكم ….

বরাবর,
মাননীয় মুফতি সাহেব।
বিষয়- সুদ লেনদেনের জন্য নির্ধারিত কার্যালয় যা সংস্থা দ্বারা নির্মীত সেখানে নামাজ আদায়ের বিধান জানতে মাননীয় মুফতি সাহেব সমপেষু ফতওয়ার আবেদন।
সম্মানীয় মুফতি সাহেব  আপনার  কাছে একটি বিষয়ে জানতে চাই,
এক গ্রামে একটি মাজার রয়েছে মাজারের পাশাপাশি মাজারের নামে কিছু জায়গা রয়েছে। মাজারের ওই জায়গার উপরে স্বনির্ভর গোষ্ঠী কার্যালয় নামে একটি আটচালা তৈরি হয়।
এই স্বনির্ভর গোষ্ঠী বলতে সুদ লেনদেনের সংস্থা  যা সরকার দ্বারা পরিচালিত।
মূল কথা হলো – উক্ত স্থানটি সুদের সংস্থা দ্বারা নির্মীত এবং সুদ লেনদেনের জন্য ওখানে বসে হিসাব করার জন্য ওটা তৈরি।
ওই আটচালাতে গ্রামবাসী ইতিপূর্বে দুটি ঈদের নামাজ পড়েছে এবং কারোর বাড়ির মিলাদ হলে ওই আট চালাতে গিয়ে মিলাদ করে।
আমার এখন প্রশ্ন হল ওই আট চালাতে ঈদের নামাজ কিংবা ইসলামিক কোন কাজ ওখানে আদায় করার হুকুম কি?
নিবেদক
আব্দুল ওয়াহিদ

উত্তর

بسم الله الرحمن الرحيم

সুদ দেয়া, সুদ নেয়া, সুদের সাক্ষী হওয়া এবং সুদের সহযোগিতা করা সবই হারাম। তাই সুদী টাকায় নির্মিত স্থানে ঈদের নামাযসহ দ্বীনী কাজ করার দ্বারা উক্ত সুদী কাজকে হালকা করে ফেলা হচ্ছে। তাই উক্ত স্থানে ঈদের নামাযসহ দ্বীনী কাজ করা জায়েজ হবে না।


عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه (مسند احمد، رقم-3809، مسند ابى يعلى، رقم-4981)

إن الله لا يقبل إلا ما كان من كسب طيب فمفهومه أن ماليس بطيب لا يقبل (فتح البارى، كتاب الزكاة، باب لا تقبل صدقة من غلول، اشرفية ديوبند-3/356 تحت رقم الحديث-1410، دار الفكر-3/279)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *