প্রচ্ছদ / প্রশ্নোত্তর / যাকাতের জন্য আলাদা করা টাকা নিজ প্রয়োজনে খরচ করা যাবে কি?

যাকাতের জন্য আলাদা করা টাকা নিজ প্রয়োজনে খরচ করা যাবে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম!!
হজরত,
আমার এক আত্মীয়া যাকাতের উদ্দেশ্যে কিছু টাকা রাখছিল। কোনো এক কারণে তার এখন টাকার ভীষণ প্রয়োজন। তাই সে চাইতেছে এই টাকা গুলো থেকে খরচ করতে, পরে আবার যখন হাতে টাকা আসবে তখন যথাস্থানে রেখে দিবে। আমার প্রশ্ন হলো সে কি যাকাতের ঐ টাকা গুলো থেকে খরচ করতে পারবে??

অগ্রিম জাজাকাল্লাহ!
মা’আসসালাম।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

শুধুমাত্র যাকাতের নিয়তে টাকা আলাদা করার দ্বারাই যাকাত আদায় হয়ে যায় না। সেই টাকা নিজের মালিকানা থেকে বেরিয়েও যায় না। উক্ত টাকার মালিকানা ব্যক্তির থাকে। সুতরাং তা প্রয়োজনে নিজের কাজে ব্যবহার করে পরে অন্য টাকা দিয়ে যাকাত আদায় করার সুযোগ রয়েছে।

ولا تجوز الزكاة إلا إذا قبضه الفقير….. لأن التمليك لا يتم بدون القبض (الفتاوى الولوالجية-1/179)

ولا يخرج عن العهدة بالعزل، بل بالأداء للفقراء (رد المحتار، زكريا-3/189)

وأعلم أن التمليك شرط قال تعالى “وآتوا الزكاة ” والإيتاء: الإعطاء، والإعطاء التمليك فلا بد فيها من قبض الفقير أو نائبه، لأن التمليك لا يتم بدون القبض (الاحتايار التعليل المختار-1/121)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *