প্রচ্ছদ / প্রশ্নোত্তর / রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও জড়িয়ে ধরায় বীর্যপাত হলে হুকুম কী?

রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন ও জড়িয়ে ধরায় বীর্যপাত হলে হুকুম কী?

প্রশ্ন

রোজা অবস্থায় স্ত্রীকে চুমু ও জড়াজড়ি করার সময় বীর্যপাত হয়েছে যদিও সহবাস করার ইচ্ছা ছিল না এবং সহবাসও করিনি তাহলে রোজা কাযা করলেই হবে নাকি কাফফারা আদায় করতে হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

একটি রোযা কাযা করলেই হবে, কাফফারা আদায় করতে হবে না।

أن ابن مسعود قال: فى القبلة للصائم قولا شديدا، يعنى يصوم مكانه وهذا عندنا فيه إذ قبل فأنزل (السنن  الكبرى للبيهقى-6/261، رقم-1898، مصنف عبد الرزاق-4/112، رقم-8450، مصنف ابن أبى شيبة-6/259، رقم-9572)

ولو أنزل بقبلة أو لمس فعليه القضاء دون الكفارة (هداية، اشرفى-1/217)

أو قبل ولو قبلة فاحشة بأن يدغدغ أو يمص شفتيها أو لمس ولو بحائل لا يمنع الحرارة…فأنزل…. قضى فى الصور كلها فقط (رد المحتار، زكريا-3/379، كرتاشى-2/404)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *