প্রশ্ন
আছরের নামাজের ১ম চার রাকাতের নিয়ত বাংলায় কিভাবে করবো যদি নিয়তটা লিখে জানাতেন খুশি হয়তাম,
আর কাযা নামাজের নিয়তটাও যদি লিখে জানান আমার ভালো হয়তো, আল্লাহ আপনার এই খেদমত কবুল করুক আমিন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যে কোন নামাযের নিয়ত হলো: আপনি মনে মনে স্থির করে নিবেন কোন নামায কত রাকাত পড়ছেন? এভাবে মনে মনে স্থির করার নামই হলো নিয়ত। নিয়ত মুখে বলা জরুরী নয়।
সুতরাং আসরের ফরজ চার রাকাতের আগে নফল চার রাকাত পড়ার সময় মনে মনে স্থির করে নিবেন যে, আমি আসরের ফরজের আগের চার রাকাত নফলের নিয়ত করলাম।
কাযা নামাযের ক্ষেত্রেও একই। আপনি কোন ওয়াক্তের কাযা নামায আদায় করছেন, তা মনে মনে স্থির করে আল্লাহু আকবর বলে নামায শুরু করে দিবেন। এর নামই নিয়ত। আলাদাভাবে কোন শব্দ উচ্চারণ করা জরুরী নয়।
عن عمر بن الخطاب رضى الله عنه يقول: سمعت النبى صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات، (صحيح البخارى-1/2، رقم-1)
النية: هى الإرادة، والشرط أن يعلم بقلبه، أى صلاة يصلى، أم بالسان فلا معتبر به، ويحسن ذلك لاجتماع عزيمته (هداية-1/96)
والنية: إرادة الدخول فى الصلاة، والشرط: أن يعلم بقلبه، ومن عجز عن إحضار القلب يكفيه السان (الفتاوى الهندية-1/65، جديد-1/123، شرح النقاية، كتاب الصلاة، باب شروط الصلاة، إعزازية ديوبند-1/67)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com