প্রচ্ছদ / প্রশ্নোত্তর / উমরার জন্য ইহরাম বাঁধার পর উমরাহ না করতে পারলে করণীয় কী?

উমরার জন্য ইহরাম বাঁধার পর উমরাহ না করতে পারলে করণীয় কী?

প্রশ্ন

Aman Ullah

আসসালামু আলাইকুম হজরত কেমন আছেন। আমার থেকে মক্কা ৫০কিলোমিটার দূরে।

করোনার সময় আমি ওমরাহর জন্য ইহরাম পরিধান করি। পরে জানতে পারি ওমরাহ বন্ধ করে দিয়েছে। অনেক দিন বন্ধ ছিল। যখন খুলেছে তখন ওমরাহ করি। ইহরাম পরিধান করে ওমরাহ করতে না পারায় আমার করণীয় কি? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনার দায়িত্ব হলো, পরবর্তীতে সেই উমরাটি করা এবং ‘দমে ইহছার’ হিসেবে একটি ‘দম’ দেয়া। ‘দম’ মানে হলো কুরবানীযোগ্য একটি বকরী হারামের সীমানার ভিতরে জবাই করা।

আপনি যেহেতু উমরা করেছেন। কিন্তু দম আদায় করেননি। তাই আপনি নিজে আবার উমরা করতে গিয়ে, কিংবা কারো কাছে টাকা পাঠিয়ে হারামের সীমানার ভিতরে একটি কুরবানী করতে হবে। এর দ্বারা আপনি দায়িত্বমুক্ত হয়ে যাবেন।

وكل دم وجب عليه فى شيء من أمر الحج والعمرة، فإنه لا يجوز ذبحه إلا بمكة، أو حيث شاء من الحرم (المسالك فى المناسك، دار البشائر الإسلامية-2/873)

أن محل الهدى هو البيت، والمراد به البقعة التى فيها البيت وهو الحرام الخ (البحر العتيق، الباب الخامس عشر فى الإحصار، المكتبة المكية-4/2100)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *