প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / বিকাশ/রকেট/নগদ ইত্যাদির মাধ্যমে লেনদেন ও এজেন্ট হয়ে ব্যবসা করা কি জায়েজ?

বিকাশ/রকেট/নগদ ইত্যাদির মাধ্যমে লেনদেন ও এজেন্ট হয়ে ব্যবসা করা কি জায়েজ?

প্রশ্ন

নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক

হযরত আমি জানতে চাই বিকাশে লেনদেনের করলে তাতে কোন সুদ হবে কি না? আর বিকাশের দোকান দিয়ে আয় করা জায়েজ হবে কি না?

বিঃ দ্রঃ নাম গোপন রাখবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

বিকাশে টাকা ট্রান্সফার তথা লেনদেন সুদের অন্তর্ভূক্ত নয়। সুতরাং বিকাশ/রকেট/নগদ ইত্যাদি টাকা লেনদনের সেবার দোকান দিয়ে আয় করা জায়েজ আছে।

وفى رد المحتاروَصُورَتُهَا أَنْ يَدْفَعَ إلَى تَاجِرٍ مَالًا قَرْضًا لِيَدْفَعَهُ إلَى صَدِيقِهِ، وَإِنَّمَا يَدْفَعُهُ قَرْضًا لَا أَمَانَةً لِيَسْتَفِيدَ بِهِ سُقُوطَ خَطَرِ الطَّرِيقِ (الدر المختار مع الشامى، كتاب الحوالة، مطلب فى المسفتجة وهى البوليصة-8/17

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

One comment

  1. MOHAMMAD Habibullah

    মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই খেদমাত গুলো কবুল করুন আমীন।

Leave a Reply to MOHAMMAD Habibullah Cancel reply

Your email address will not be published. Required fields are marked *