প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / টিউশনী দেবার মিডিয়া হয়ে টাকা উপার্জন কি হালাল?

টিউশনী দেবার মিডিয়া হয়ে টাকা উপার্জন কি হালাল?

প্রশ্ন

আসসালামু আলাইকুম। টিচার মিডিয়া বিজনেস হালাল কি না?

মানে ধরুন আমি বিজ্ঞাপন দিয়ে টিউশনি পেলাম। টিউশনে তিন হাজার টাকা মাসিক হিসেবে দিবে। এখন একজন টিচার ঠিক করে দিলাম। ঐ টিচার থেকে আমরা দুই হাজার টাকা নিয়ে ঐ টিউশনিটা তাকে দিলাম।

প্রতিমাসে উক্ত শিক্ষক তিন হাজার টাকা করেই টিউশনী করে পাবে। শুধুমাত্র আমরা টিউশনীটা দেয়ার কারণে প্রথম মাসে দুই হাজার টাকা গ্রহণ করে থাকি।

এভাবে টিউশন দিয়ে ব্যবসা করার হুকুম কী?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জায়েজ আছে।


وَلَمْ يَرَ ابْنُ سِيرِينَ، وَعَطَاءٌ، وَإِبْرَاهِيمُ، وَالحَسَنُ بِأَجْرِ السِّمْسَارِ بَأْسًا وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” لاَ بَأْسَ أَنْ يَقُولَ: بِعْ هَذَا الثَّوْبَ، فَمَا زَادَ عَلَى كَذَا وَكَذَا، فَهُوَ لَكَ ” وَقَالَ ابْنُ سِيرِينَ: ” إِذَا قَالَ: بِعْهُ بِكَذَا، فَمَا كَانَ مِنْ رِبْحٍ فَهُوَ لَكَ، أَوْ بَيْنِي وَبَيْنَكَ، فَلاَ بَأْسَ بِهِ ” وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُسْلِمُونَ عِنْدَ شُرُوطِهِمْ (صحيح البخارى-1/303)

سئل محمد بن مسلمة عن أجرة السمسار، فقال: أرجوا أنه لا بأس به،….. لكثرة التعامل (رد المحتار، كتاب الإجارة، مطلب فى اجرة الدلال-9/87، تاتارخانية-15/137، رقم-22462، الفتاوى الولوالجية-3/344)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

কম বয়সে পেকে যাওয়া চুল উপড়ে ফেলা যাবে?

প্রশ্ন اسسلام عليكم و رحمة الله و بركاته হযরত, আমাকে এক বোন প্রশ্ন করেছে , …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস