প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / এক মসজিদে একসাথে দুই জামাত করার হুকুম কী?

এক মসজিদে একসাথে দুই জামাত করার হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

হুজুর আমাদের মহল্লার মসজিদ হলো  ৩ তলা বিশিষ্ট।

রমজানে ১ দিন  মসজিদের ৩য় তলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার শেষে ৫-৬ জন লোক ৩ তলায় মাগরিবের নামাজ জামাতে আদায় করে।

একই সময় মসজিদের নিচ তলায় মূল জামাত হচ্ছিল। ২য় তলায় কোন মুসল্লী হয়না, তাই যে সকল ব্যাক্তি ৩য় তলায় ভিন্ন আরেকটি জামাত করে নামায আদায় করেছেন তাদের নামায কি হয়েছে?

আমার জানার বিষয় হলো: একই সাথে একই মসজিদে দুইটা জামাত করা যাবে কি না?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মাকরূহে তাহরীমীর সাথে নামায আদায় হয়েছে।

এক মসজিদে একসাথে দুই জামাত করা মাকরূহে তাহরীমী। তাই এহেন কাজ থেকে বিরত থাকা উচিত।

فى الدر المختار: ويكره تكرار الجماعة بأذان وإقامة فى مسجد محلة

وفى رد المحتار: ويكره أى تحريما لقول الكافى لا يجوز، والمجمع لا يباح وشرح الجامع الصغير إنه بدعة (رد المحتار، زكريا-2/288، كرتاشى-1/552-553، المحيط البرهانى-2/103، رقم-1314، الفتاوى التاتارخانية-2/155، رقم-2012، منحة الخالق على البحر الرائق، زكريا-1/451، كويته-1/259)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *