প্রশ্ন
আসসালামু আলাইকুম।
শায়েখ,এর আগের উত্তর গুলা পাই নি তবে এটার উত্তর টা দিন প্লিজ এটা জানা খুবই জরুরি।তাড়াতাড়ি উত্তর টা দিন।
একজন বলতেছেন যে স্বামি তিন তালাক দিলে নাকি ইদ্দত লাগে না।আমি তাকে অনেক বার বুঝানোর চেষ্টা করেছি কিন্তু তিনি এটা মানতে রাজি নন আপনার একটা লিখা দেখাইছিলাম তাও তিনি মানতেছেন না তিনি বলতেছেন,
তিন তালাক দিলে তাকে স্বামীর বাড়ী থেকে বিদায় করার দেবার কথা সুরা বাকারাতে আছে, আর বিদায় করলে সে অন্যত্র বিয়ে করতে পারবে, ইদ্দত পালন লাগবে না ইদ্দত শুধু এক আর দুই তালাকের জন্য। তুমি সূরা বাকারার ২২৯ আর ২৩০ নাম্বার আয়াত দেখো। আরো আয়াত পড়ো, সেই আয়াতটা খুজো যেটাতে বলা আছে এখন তারা মুক্ত আর অন্যত্র বিয়ে করতে বাধা নাই,
ইদ্দত শুধু স্বামীর তালাক দিয়ে ফিরিয়ে নেবার আর স্বামী মারা যাওয়ার ক্ষেত্রে।তিন তালাকের পর ইদ্দত পালন লাগলে তো কোরআনে বলা ই থাকতো হাদীসে ও থাকতো, যেহেতু এটা নেই ই সেটা খুজবো কেন? ১,২ তালাকের পরে ইদ্দত লাগে বলেই উল্লেখ আছে, তিন টাতে লাগেনা বলেই নেই, সিম্পল।
এখন আমি তাকে কিভাবে বুঝাবো?
আশা করি উত্তর টা দিবেন ইনশাআল্লাহ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তিন তালাকের পরও ইদ্দত পালন শেষে অন্যত্র বিয়ে করা যাবে। ইদ্দত পালনের আগে জায়েজ নেই। বিয়ে করলে সেই বিয়ে শুদ্ধ হবে না। বরং যিনা হিসেবে সাব্যস্ত হবে।
‘তিন তালাকের পর অন্যত্র বিয়ে করতে ইদ্দত লাগে না’ বলা, শরয়ী মাসায়েল সম্পর্কে নিতান্ত অজ্ঞতার পরিচায়ক।
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ [٢:٢٢٨]
আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। [সূরা বাকারা-২২৮]
وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ ۚ [٢:٢٣٥]
আর নির্ধারিত ইদ্দত সমাপ্তি পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোন ইচ্ছা করো না। [সূরা বাকারা-২৩৫]
ومبدء العدة بعد الطلاق وبعد الموت (الدر المختار مع رد المحتار، زكريا-5/202، كرتاشى-3/520)
وابتداء العدة فى الطلاق عقيب الطلاق (هداية، اشرفى-2/425، الفتاوى الهندية-1/531، جديد-1/584)
أما نكاح منكوحة الغير ومعتدته….. لم يقل أحد بجوازه فلم ينعقد أصلا (رد المحتار، زكريا-4274، كرتاشى-3/132)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com