প্রশ্ন
আসসালামু_য়ালাইকুম।
শায়েখ আমি জানি যে পায়ুপথে সহবাস করা হারাম। তবে এটা জানতে চাই যে কোনো স্বামী যদি তার স্ত্রীর পায়ুপথে তার লিঙ্গ প্রবেশ করার তবে বীর্য বের হলে তো অবশ্যই গোছল করতে হবে কিন্তু বীর্য যদি না বের হয় তাহলে কি তাদের উভয়কেই গোসল করতে হবে? বা যদি সে স্বামী সহবাসের উদ্দেশ্য ছাড়া এমনিতেই প্রবেশ করায় তাহলেও কি গোসল করতে হবে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পায়ূপথে সহবাস করা ঘৃণ্য এবং হারাম কাজ।
যদি কেউ এমন ঘৃণ্য ও হারাম কাজ করে, তাহলে স্বামী স্ত্রী উভয়ের উপরই বীর্যপাত না হলেও গোসল করা ওয়াজিব।
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: “لَا يَنْظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ جَامَعَ امْرَأَتَهُ فِي دُبُرِهَا“
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে, আল্লাহ্ তার দিকে (দয়ার- দৃষ্টিতে) তাকান না। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৯২৩, সুনানে তিরমিজী, হাদীস নং-১১৬৫]
عن أبي هريرة، قال: قال رسولُ الله – صلَّى الله عليه وسلم -: “مَلْعُون مَنْ أتَى امرأتَه في دُبُرِها
আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার স্ত্রীর সাথে গুহ্যদ্বারে সঙ্গম করে সে অভিশপ্ত। সুনানে আবূ দাউদ, হাদীস নং-২১৬২]
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ أَتَى حَائِضًا، أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا، أَوْ كَاهِنًا، فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি ঋতুবতী নারীর সাথে সহবাস করে অথবা স্ত্রীর গুহ্যদ্বারে সহবাস করে অথবা গণক ঠাকুরের নিকটে যায়- সে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ করা হয়েছে তা (কুরআন) অবিশ্বাস করে। [জামে তিরমিজী, হাদীস নং-১৩৫]
الإيلاج فى أحد السبيلن إذا توارت الحشفة يوجب الغسل على الفاعل والمفعول به، أنزل أو لم ينزل (الفتاوى الهندية-1/15، جديد-1/66، رد المحتار، زكريا-1/298، كرتاشى-1/161، هداية-1/46، شرح النقاية-1/15، الفتاوى التاتارخانية-1/279، رقم-390)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com