প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / পুনরাবৃত্তি করা নামাযে কেউ শরীক হলে উক্ত মুসল্লির নামাযের হুকুম কী?

পুনরাবৃত্তি করা নামাযে কেউ শরীক হলে উক্ত মুসল্লির নামাযের হুকুম কী?

প্রশ্ন:

কোন কারণে যদি নামায ওয়াজীবুল ইয়াদা হয়, (যেমন সেজদায়ে সাহু আদায় করেনি ইত্যাদি)তথা কোন কারণে নামায পুণরায় আদায় করা ওয়াজিব হয়, তাহলে নতুন মুক্তাদীর জন্য উক্ত সালাতে ইক্তেদা করলে তার নামায আদায় হবে কি?

জবাব:

بسم الله الرحمن الرحيم

নতুন ইক্তেদা করা ব্যক্তির নামায সহীহ হবেনা। কারণ ওয়াজীবুল ইয়াদা (পুণরায় আদায় করা ওয়াজিব) নামায পূর্বের নামাযের জন্য ক্ষতিপূরণ হয়। নতুন কোন নামায নয়। তাই উক্ত নামাযে শরীক হলে নতুন মুক্তাদীর নামায আদায় হবে না। যেহেতো নতুন মুক্তাদীর নামায কোন নামাযের ক্ষতিপূরণের জন্য নয় বরং নতুন নামায।

দলিল:

كُلُّ صَلَاةٍ أُدِّيَتْ مَعَ كَرَاهَةِ التَّحْرِيمِ تَجِبُ إعَادَتُهَا. وَالْمُخْتَارُ أَنَّهُ جَابِرٌ لِلْأَوَّلِ، لِأَنَّ الْفَرْضَ لَا يَتَكَرَّرُ (رد المحتار-2/520-523)

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-২/৫২০-৫২৩

২. ফাতওয়ায়ে রহিমীয়্যাহ-৪/১২৯

৩. ফাতওয়ায়ে মাহমুদিয়া-৯/৪২৭-৪৩২

৪. বাদায়েউস সানায়ে’-১/৩৮৮

৫. ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ-৩/৩৭১

৬. ইমদাদুল ফাতোয়া-১/৫৪৫-৫৪৬

৭. কিফায়াতুল মুফতী-৩-৯৩-৯৬

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

সাক্ষীদের না জানা অবস্থায় ইংরেজী ভাষায় ইজাব কবুল করলে বিবাহ হবে কি?

প্রশ্ন সম্মানিত মুফতি সাহেব,আল্লহ আপনার ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন।বিনয়ের সাথে একটি সমস্যার সমাধান জানতে …