প্রশ্ন:
মহিলারা সমবেত হয়ে জামাতের সাথে মহিলা ইমাম বানিয়ে নামায পড়তে পারবে কী?
জবাব:
بسم الله الرحمن الرحيم
শুধু মহিলাদের জামাত মাকরুহে তাহরীমি। পড়লে নামায আদায় হয়ে যাবে। তবে যদি মহিলারা জামাতের সাথে মহিলা ইমামের পিছনে জানাযা নামায পড়ে তবে তা মাকরুহ ব্যতিতই আদায় হবে।
দলিল:
فى رد المحتار(وَ) يُكْرَهُ تَحْرِيمًا (جَمَاعَةُ النِّسَاءِ) وَلَوْ التَّرَاوِيحَ فِي غَيْرِ صَلَاةِ جِنَازَةٍ (لِأَنَّهَا لَمْ تُشْرَعْ مُكَرَّرَةً) (رد المحتار-2/305)
প্রামান্য গ্রন্থাবলী:
১. ফাতওয়ায়ে শামী-২/৩০৫
২.আন নাহরুল ফায়েক-১/২৪৪
৩. ফাতওয়ায়ে আলমগীরী-১/৮৫
৪. বাদায়েউস সানায়ে’-১/৩৮৮
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।