প্রশ্ন:
মাগরীব এর আজান ও জামাতের মাঝে কতটুকু বিলম্ব করা যায়?
জবাব:
بسم الله الرحمن الرحيم
মাগরীব এর আজান ও ইকামাতের মাঝে ছোট ছোট তিন আয়াত পড়া যায় এতটুকু পরিমাণ দেরী করা মুস্তাহাব। এরচে’ বেশী করা উচিত নয়। তবে আজানের সাথে সাথে নামাযে দাঁড়ানো মাকরুহ।
দলিল:
فى رد المحتار- ( ويجلسبينهما ) بقدرمايحضرالملازمونمراعيالوقتالندب ( إلافيالمغرب ) فيسكتقائماقدرثلاثآياتقصار،ويكرهالوصلإجماعا (رد المحتار-كتابالصلاةبابالأذان-2/56)
প্রামান্য গ্রন্থাবলী:
১. ফাতওয়ায়ে শামী-২/৫৬
২. আল বাহরুর রায়েক-১/৪৫৪
৩.আন নাহরুল ফায়েক-১/১৭৭
৪. ফাতওয়ায়ে আলমগীরী-১/৫৭
৫. বাদায়েউস সানায়ে’-১/৩৭১
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।