প্রশ্ন
আমার XYZ BANK এ একটি একাউন্ট রয়েছে। একাউন্ট আমার এক লক্ষ (১,০০,০০০) টাকা রয়েছে। সেই টাকা থেকে আমি বছরে সুদ হিসেবে পায় ধরে নিলাম ৫০০(পাঁচশত) টাকা।
আবার, আমার থেকে ব্যাংক বিভিন্ন সার্ভিস চার্জ বাবদ (যেমন- ডেভিড কার্ড চার্জ, SMS এলার্ট চার্জ etc) বছরে ৫০০/ (পাঁচশ টাকা) কেটে নেয়।
এখন জানতে চাই:
সুদের ৫০০ টাকা আর সার্ভিস চার্জ ৫০০ টাকা
কাটাকাটি করা জায়েজ হবে কিনা?
উত্তর
بسم الله الرحمن الرحيم
কাটাকাটি করা জায়েজ আছে। যেহেতু সুদী তথা হারাম টাকা মূল মালিকের কাছে যথা সম্ভব ফেরত দেয়া আবশ্যক। সেই হিসেবে উক্ত সুদের টাকা যেহেতু ব্যাংক থেকে পাচ্ছে, তাই সেখানেই ফেরত দেয়া যাবে। তবে দেয়ার সময় নিয়ত করবে যে, আমি তা মূল মালিকের কাছে ফেরত দিচ্ছি। [ফাতাওয়া কাসেমিয়া-২০/৬৩২, ফাতাওয়া উসমানী-৩/২৮০, কিতাবুন নাওয়াজেল-১১/৩৫৫]
من اكتسب مالا بغير حق….. يجب عليه أن يرده على مالكه، إن وجد المالك، وإلا ففى جميع الصور يجب عليه أن يتصدق بمثل تلك الأموال على الفقراء (بذل المجهود، كتاب الطهارة، باب فرض الوضوء، سهارنبور-1/37، دار البشائر الإسلامية، بيروت-1/359، تحت رقم الحديث-59، البحر الرائق، زكريا-9/369، كويته-8/201، تبيين الحقائق، زكريا-7/60، امدادية ملتان-6/27، رد المحتار، زكريا-9/553، كرتاشى-6/385، الفتاوى الهندية-5/949، جديد-5/404، الموسوعة الفقهية الكويتية-34/246)
ويردونها على أربابها إن عرفهم وإلا تصدقوا بها (رد المحتار، زكريا-9/553، كرتاشى-6/385)
বি:দ্র: তীব্র প্রয়োজন ছাড়া এমন একাউন্ট খোলা, যাতে সুদ আসে, এমন একাউন্ট খোলা জায়েজ নয়।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com