প্রশ্ন
আসসালামু আলাইকুম।
প্রশ্নঃ কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলল, যদি তোমার বাপের বাড়িতে যাও তবে তুমি তালাক।
উল্লেখ্য যে, উক্ত তালাক শব্দ দ্বারা নির্দিষ্ট কোনো সংখ্যার নিয়ত করেনি, শুধু তালাক বলেছে।
এখন প্রশ্ন হল, উক্ত অবস্থায় তার স্ত্রী বাপের বাড়িতে গেলে কত তালাক পতিত হবে, এতে করণীয় কি।
এছাড়া তালাক পতিত না হওয়ার বিকল্প পদ্বতী কি জানাবেন।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
‘তুমি বাপের বাড়ি গেলে তালাক’ বলার পর যদি স্ত্রী বাবার বাড়ি যায়, তাহলে এক তালাকে রেজয়ী পতিত হবে।
স্বামী মৌখিকভাবে অথবা স্ত্রীর সাথে স্ত্রীসূলভ শারিরীক সম্পর্কের মাধ্যমে ফিরিয়ে আনতে পারবে। তবে পরবর্তীতে স্বামী আর দুই তালাকের মালিক থাকবে।
তালাককে মুআল্লাক করার পর সেটা থেকে রুজু করা যায় না। তাই স্ত্রী বাবার বাড়ি গেলে এক তালাক হয়ে যাবে। তারপর রুজু করে নিবে। কাউকে জানানো, বা নতুন করে বিবাহ করার প্রয়োজন নেই। তবে স্বামী পরবর্তীতে দুই তালাকের মালিক থাকবে।
وتنحل اليمين بعد وجود الشرط مطلقا لكن إن وجد فى الملك طلقت (الدر المختار، كتاب الطلاق، باب التعليق، زكريا-4/609، كرتاشى-3/355، مجمع الأنهر، قديم-1/421، دار الكتب العلمية بيروت-2/62، تبيين الحقائق، زكريا-3/118، امدادية ملتان-2/235)
إذا طلق الرجل أمرأته تطليقة رجعية أو تطليقتين فله أن يراجعها فى عدتها (هداية، اشرفىية-2/394، الفتاوى الهندية-1/470، جديد-1/533)
وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا (الفتاوى الهندية-1/420، جديد-1/488، هداية-2/385)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com