প্রচ্ছদ / প্রশ্নোত্তর / জনৈক সাহাবীর একটি দাড়ি সংক্রান্ত ঘটনার সত্যতা কতটুকু?

জনৈক সাহাবীর একটি দাড়ি সংক্রান্ত ঘটনার সত্যতা কতটুকু?

প্রশ্ন

From: robiul hasan
বিষয়ঃ একটি হাদিসের বিষয়ে

প্রশ্নঃ
এক সাহাবি ওযু করতেছিলেন। তার দাড়ি ছিল একটি। ওযু করার সময় মুহাম্মদ স: তার দিকে তাকিয়ে হাসলে সাহাবা দাড়ি উঠিয়ে ফেললেন। এরপর হুজুর সা: বললেন তুমি দাড়িটা উঠালে কেন?
সাহাবা বললেন আপনি হাসছেন তাই।
হুজুর সা: বললেন তোমার দাড়িতে ফেরেশতারা চুমু খাচ্ছিলো তাই হেসেছি।
এই হাদিসটি কোন কিতাবের কোন অধ্যায়ে আছে?  জানালে উপকৃত হব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

ولقد كان احد الصحابة لديه شعرتين في لحيته فقط فكان كلما رأه النبي صلى الله عليه وسلم ابتسم فيستغرب ذلك الصحابي رضي الله عنه وعندها ذهب ذلك الصحابي وحلق تلك الشعرتين فلما راه النبي صلى الله عليه وسلم سأله عن سبب حلقها فقال ذلك الصحابي اني اراك يارسول الله كلما رايتني ابتسمت ـ او فيما معنى الحديث ـ فقال صلى الله عليه وسلم ان سبب الابتسام هو انه صلى الله عليه وسلم يرى مع كل شعرة ملك يحرسها

أن الرسول صلى الله عليه و سلم كان يرى رجلا قليل اللحية فيضحك فقام ذلك الرجل بحلق اللحية ……. فأخبره رسول صلى الله عليه و سلم أنه كان يرى الملائكة يلعبون في لحيته

উপরোক্ত শব্দে উক্ত বক্তব্য নির্ভর আরবী বর্ণনা পাওয়া যায়। কিন্তু এর কোন সনদ নেই। কোন ভিত্তিও পাওয়া যায় না।

সুতরাং এটিকে হাদীস হিসেবে বর্ণনা করা জায়েজ নয়।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *