প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / ব্যাংক থেকে পণ্য নিয়ে তা বিক্রি করে টাকা গ্রহণ কি সুদের আওতাভূক্ত হবে?

ব্যাংক থেকে পণ্য নিয়ে তা বিক্রি করে টাকা গ্রহণ কি সুদের আওতাভূক্ত হবে?

প্রশ্ন

প্রশ্নকারীর নাম: আব্দুল্লাহ

ঠিকানা: চাঁদপুর

জেলা/শহর: চাঁদপুর সদর

দেশ: বাংলাদেশ

প্রশ্নের বিষয়: ক্রয়

বিস্তারিত:
—————-
ব্যংক কর্মকর্তা ব্যংকের পক্ষ থেকে ৪০ হাজার টাকা দামের একটি পন্য যেমন-মোবাইল ফয়সাল থেকে কিনে আমার হাতে মোবাইলটি দিলো। এবার ফয়সাল এর কাছেই আমি মোবাইলটি বিক্রি করে দিলাম। এখন ৪০হাজার টাকা আমার। এবং মোবাইল ফয়সালের হয়ে গেলো।
এখানে আমার উদ্দেশ্য ব্যংক থেকে টাকা নেওয়া, আমি ব্যাংক থেকে একটা পয়সাও হাতে নিলাম না। সরাসরি মোবাইল নিলাম। এই পদ্ধতিতে আমি টাকা নিতে পারবো কিনা?

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনার বর্ণিত সূরতে ব্যাংক থেকে টাকা গ্রহণ জায়েজ হবে না। কারণ, ব্যাংক ফয়সাল থেকে মোবাইল নিল কি হিসেবে? আপনাকে দিলোই বা কোন ভিত্তিতে? এর কোনটাই স্পষ্ট নয়। আপনি যে বস্তুর মালিক নয়, সেটি বিক্রির অধিকারই বা পাচ্ছেন কিভাবে?

সুতরাং উপরোক্ত পদ্ধতিতে ব্যাংক থেকে টাকা গ্রহণ করা সম্পূর্ণরূপে নাজায়েজ।

তবে যদি ব্যাংক উক্ত পণ্যটি ক্রয় করে নগদ টাকা দিয়ে। তারপর সেটি আপনার কাছে আবার বিক্রি করে বাকিতে। আপনি পণ্যটি ব্যাংকের লোক থেকে ক্রয় করার পর সেটি যদি আবার ফয়সাল সাহেবের কাছে বিক্রি করে নগদ মূল্য গ্রহণ করেন। তাহলে এটা জায়েজ হবে।

 

عن أبى حرة الرقاشى عن عمه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يحل مال امرئ مسلم إلا بطيب نفس منه (مسند أبى يعلى الموصلى-2/91، رقم-1567، مسند أحمد-5/72، رقم-20971، سنن الدار قطنى-3/22، رقم-2862)
ليس لأحد أن  يأخذ مال غيره بلا سبب شرعى (شرح المجلة الأحكام  العدلية، رستم باز-1/62، رقم-97، قواعد الفقه-110، رقم-269، الموسوعة  الفقهية الكويتية-21/112، الفتاوى الهندية-2/167، جديد-2/181)

لا يحل لمسلم أن يأخذ مال أخيه بغير حق (مجمع الزوائد-4/171)

المرابحة بمثل الأول وزيادة ربح……… جائز (الفتاوى الهندية-3/160، جديد-3/156، المحيط البرهانى-10/183، رقم-12729، بدائع الصنائع، زكريا-4/461، كرتاشى-5/220)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

কল্পনায় স্ত্রীকে তালাক দিলে কি তালাক হয়?

প্রশ্ন নাম: তাহমিদ ইসলাম  ঠিকানা : দিনাজপুর। আসসালামু আলাইকুম হুজুর আমি কয়েক মাস ধরে কি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস