প্রশ্ন
আসসালামু আলাইকুম।
হযরত মুফতী সাহেব,
কুরবানীর পশু ক্রয় করলে অনেক সময় তার সাথে মোবাইল, ফ্রিজ ইত্যাদি ফ্রি দিয়ে থাকে এখন আমার প্রশ্ন হল উক্ত ফ্রিজ বা মোবাইল কি সদকা করে দিবে নাকি ব্যবহার করতে পারবে। প্রমান সহকারে জানালে উপকৃত হব।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এটা রাখতে পারবে। এটা সদকা করে দেয়া আবশ্যক নয়। কারণ, এর সাথে কুরবানী পশুর কোন সম্পর্ক নেই। কেবলমাত্র কুরবানী পশুর সাথে সম্পর্কিত বস্তুই সদকা করা মুস্তাহাব বলা হয়েছে। যেমন, কুরবানী পশুর দুধ, রশি ইত্যাদি। কিন্তু অন্যান্য বস্তু এর অন্তর্ভূক্ত হবে না।
ويتصدق بجلدها وكذا بجلالها وقلائدها فانه يستحب(رد المحتار، زكريا-9/474، كرتاشى-6/328، تبيين الحقائق، كتاب الأضحية، مكتبة امدادية ملتان-6/8، البحر الرائق، كويته-8/178)
وَإِذَا ذَبَحَهَا تَصَدَّقَ بِجِلَالِهَا وَقَلَائِدِهَا، كَذَا فِي السِّرَاجِيَّةِ (الفتاوى الهندية-5/300، الفتاوى التاتارخانية-17-442)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com