প্রশ্ন
আমরা চার ভাই। বড় ভাইয়ের ৩ ছেলে। আমার ২ ছেলে। বাকী দুই জনের ১ ছেলে করে। এখন আমরা চাচ্ছি চার ভাই মিলে সমান হারে টাকা দিয়ে গরু কিনে কুরবানী করতে। এবং উক্ত কুরবানী তে আমাদের চার ভাইয়ের মোট ৭ জন ছেলের আকীকার নিয়ত করতে। তো হযরত মুফতি সাহেব হুজুরের কাছে জানতে চাচ্ছি এভাবে সহীহ হবে কিনা?
প্রশ্নকর্তা: ইব্রাহীম খলীল
উত্তর
بسم الله الرحمن الرحيم
যাদের উপর কুরবানী করা ওয়াজিব। তাদের জন্য একটি পৃথক পশু বা বড় পশুর অন্তত একভাগ দিয়ে তা আদায় করা আবশ্যক।
প্রশ্নোক্ত বিবরণ অনুপাতে যদি আপনাদের চার ভাইয়ের উপরই কুরবানী আবশ্যক হয়ে থাকে, তাহলে আপনাদের কুরবানীর অংশ বড় পশুতে পৃথক পৃথক চারটি হওয়া আবশ্যক।
আকীকার নিয়ত করলে কুরবানী আদায় হবে না। আকীকা ছেলের জন্য দু’টি এবং মেয়ের জন্য একটি হওয়া মুস্তাহাব। তবে সামর্থ না থাকলে একটি দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে।
সুতরাং এক বড় পশুতে সাতটি আকীকার অংশ রাখলে আকীকাতো আদায় হবে। কিন্তু আপনাদের উপর ওয়াজিব হওয়া কুরবানী আদায় হবে না। তাই আপনাদের জন্য আরেকটি পশু ক্রয় করে আলাদা কিংবা শরীকে কুরবানীতে অংশ নেয়া আবশ্যক।
عن ابى هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من وجد منكم سعة فلم يضح فلا يقربن مصلانا (سنن الدار قطنى، دار الكتب العلمية بيروت-4/189، رقم-4717)
الأضحية واجبة على كل حر مسلم مقيم موسر فى يوم الاضحى عن نفسه (هداية، أشرفية-4/443، رد المحتار، زكريا-9/452، كرتاشى-6/312)
ولو ذبح بدنة أو بقرة من سبعة أولاد، أو اشترك فيها جماعة جاز، سواء أراد كلهم العقيقة أو اراد بعضهم العقيقة وبعضهم اللحم، قلت، مذهبنا فى الأضحية بطلانها بإرادة بعضهم اللحم، فليكن كذلك فى العقيقة (إعلاء السنن، كتاب الذبائح، باب أفضلية ذبح الشاة فى العقيقة، إدارة القرآن كرتاشى-17/119)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com