প্রচ্ছদ / কসম ও মান্নত / পরীক্ষায় পাশ করলে মসজিদে বাতাসা দেবার মান্নত পূর্ণ করা কি আবশ্যক?

পরীক্ষায় পাশ করলে মসজিদে বাতাসা দেবার মান্নত পূর্ণ করা কি আবশ্যক?

প্রশ্ন

প্রশ্নকারীর নাম: নাম প্রকাশ না করলে ভালো হয়।

ঠিকানা: বড়ো নাচিনা

জেলা/শহর: কোচবিহার

দেশ: ভারত

প্রশ্নের বিষয়: মান্নত

বিস্তারিত:
—————-
আসসালাম,আলাইকুম , শায়খ
আর একটা প্রশ্ন, আমি একবার মানত করেছিলাম যে, ssc পরীক্ষা দিলে যদি পাশ করি, তাহলে মসজিদে বাতাসা দেব।
আমি এটা প্রায় ভুলেই গেছি যে মানত পুরা করতে হয়।
অনেক বছর হলো কথাটা মাঝে মাঝে মনে পড়ে কিন্তু এড়িয়ে যায়, তাই আজকে বললাম। SSC পরীক্ষার অনেক বছর হলো ৯ বছর।
তাহলে এখন কি আমি মানত পুরা করবো, শায়খ?
তাড়াতাড়ি উত্তর দিলে উপকৃত হব।
জাযাকাল্লাহ

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এটা মান্নত হয়নি। তাই মান্নত হিসেবে তা পূর্ণ করা আবশ্যক নয়। তবে এটি একটি ওয়াদামাত্র। ইচ্ছে হলে তা পূর্ণ করতে পারেন।

ومن نذر مطلقا أو معلقا بشرط وكان من جنسه فرض وهو عبادة مقصودة كصوم وصلاة وصدقة ووقف (رد المحتار، زكريا-5/515-516، كرتاشى-3/735)

(قوله باطل وحرام) بوجوه، منها أنه نذر لمخلوق والنذر للمخلوق لا يجوز لأنه عبادة والعبادة لا تكون لمخلوق، (رد المحتار، كتاب الصوم، مطلب فى النذر الذى يقع للاموات من اكثر العوام-2/439

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *