প্রচ্ছদ / প্রশ্নোত্তর / এক সফরে একাধিক উমরাহ করতে পারবে কী না?

এক সফরে একাধিক উমরাহ করতে পারবে কী না?

প্রশ্নঃ

উমরাহের সফরে উমরাকারী ব্যক্তি নিজের উমরাহের পরে হেরেম শরীফের বাইরে গিয়ে ইহরাম বেঁধে এসে যতখুশি উমরাহ করতে পারবে কি না? ‍যদি পারেন, দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

তারিখ ০৩/০৮/২০১৯

প্রেরকঃ মুহাম্মাদ সাঈদ

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا ومصليا ومسلما

হ্যাঁ প্রশ্নোক্ত ক্ষেত্রে একাধিক উমরাহ করা যাবে। তবে শর্ত হলো, প্রত্যেক উমরাহের জন্য হেরেমের বাইরে গিয়ে নতুন ইহরাম বাঁধতে হবে।

 

المستندات الشرعية

 جاء في” الخانية ” 7-183 كتاب الحج (ط.زكريا بكدفو): قال : يجوز تكرار العمرة في السنة الواحة عندنا. انتهي

  وفي” الفتاوي الهندية” 1- 183 كتاب الحج( ط.زكريا بكدفو) قال : لوأحرم بعمرتين عند الميقات أو غيره لزمتاه. انتهي

221 :وفي معلّم الحجّاج  ص

 

উত্তর লিখনে

মুহা. শাহাদাত হুসাইন

সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ

তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

সত্যায়নে

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী।

পরিচালক  – তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *