প্রশ্ন
বর্তমানে বিভিন্ন সংগঠন গরীবদের মাঝে খানা পাকিয়ে বিভিন্ন বসতিতে গরীবদের বসিয়ে খানা খাওয়ায়।
আমার জানার বিষয় হলো: গরীব মানুষকে যাকাতের টাকা দিয়ে খানা পাকিয়ে একসাথে বসিয়ে খানা খাওয়ালে কি যাকাত আদায় হবে? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যাকাত আদায়ের জন্য শর্ত হলো, উক্ত মালের মালিক গরীবকে বানিয়ে দেয়া। এছাড়া যাকাত আদায় হয় না। খানা পাকিয়ে একসাথে বসে খাওয়ানোর দ্বারা তামলীক তথা মালিক বানিয়ে দেয়া হয় না, তাই এভাবে খানা পাকিয়ে সবাইকে একসাথে বসিয়ে খানা খাওয়ানোর দ্বারা যাকাত আদায় হবে না।
তবে যদি খানা পাকিয়ে তাদেরকে দিয়ে দেয়া হয়, তাহলে এর দ্বারা যাকাত আদায় হবে।
وأما الطعام فما يدفع إليه بيده يجوز أيضا لما قلنا بخلاف ما يأكله بلا دفع إليه الخ (رد المحتار، زكريا-3/172، كرتاشى-2/257)
إذا اشترى بالزكاة طعاما فأطعم الفقراء غداء وعشاء ولم يدفع عين الطعام إليهم لا يجوز لعدم التمليك الخ (بدائع الصنائع، زكريا-2/142-143، كرتاشى-2/39، البحر الرائق، زكريا-2/353، كويته-2/201)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com