প্রশ্ন
From: তারিকুল ইসলাম
বিষয়ঃ একটি হাদিসের বিস্তারিত বিবরন
প্রশ্নঃ
আস-সালামু আলাইকুম
হযরতদের কাছে জানতে চাই
তুমি আলেম হও
অথবা আলেমের ছাত্র
অথবা মুহাব্বাত কারি
অথবা অনুসারী
পঞ্চম হয়োনা, তবে ধ্বংস হয়ে যাবে ।
উল্লেখিত হাদীসটি কী সহীহ না যইফ,
উল্লেখিত হাদীসটি কী সরাসরি আল্লাহর রাসূল (সঃ) বর্ণনা করেছেন,
উল্লেখিত হাদীসটি কোন কিতাবে কোন অধ্যায় আছে জানতে চাই,
উল্লেখিত হাদীসটি সঠিক/সহীহ্ আরবী লেখা এবং সঠিক/সহীহ্ বাংলা অনুবাদ জানালে উপকৃত হব।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اغْدُ عَالِمًا أَوْ مُتَعَلِّمًا أَوْ مُسْتَمِعًا أَوْ مُحِبًّا وَلَا تَكُنِ الْخَامِسَ فَتَهْلَكَ
হযরত আবূ বাকরাহ রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা আলেমকে মোহাব্বতকারী হও, পঞ্চম ব্যক্তি হয়ো না, তাহলে ধ্বংস হয়ে যাবা। [মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৩৬২৬, আলমু’জামুল আওসাত লিততাবারানী, হাদীস নং-৫১৭১, আলমু’জামুস সগীর লিততাবারানী, হাদীস নং-৭৮৬, শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-১৭০৯, মাযমাউয যাওয়ায়েদ, হাদীস নং-৪৯১]
মুহাদ্দিসগণের বক্তব্য অনুপাতে হাদীসটি জঈফ। কিন্তু জাল বা বানোয়াট নয়।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com