প্রশ্ন
From: মো: ফজলে রাব্বী
বিষয়ঃ নাম ও বংশ
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম । আমার নাম ফজলে রাব্বী। কিন্তু মানুষে আমাকে শুধু “ রাব্বী “ বলে ডাকে। যার অর্থ হলো-”হে আমার রব”। এখন প্রশ্ন হলো,যারা আমাকে রাব্বী বলে ডাকে, তাদের বা আমার কোন গোনাহ হবে কিনা? দয়া করে জানালে উপকৃত হব।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যারা না বুঝে ডাকে, তাদের গোনাহ হবে না। তবে জেনেবুঝে এমন ডাকা জায়েজ নয়। আপনার নামতো ফজলে রাব্বী। শুধু রাব্বী নয়। সুতরাং কেউ ভুল করে ডাকলে এর দায়ভার আপনার উপর নয়।
أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ [٥٣:٣٨]
কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না। [সূরা নাজম-৩৮]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com