প্রশ্ন
From: কে এম মাজহারুল ইসলাম। নবীগঞ্জ,হবিগঞ্জ।
বিষয়ঃ হাদিসের বিশুদ্ধতা।
প্রশ্নঃ
ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বহুল প্রচারিত একটি হাদিস।
সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বিভিন্ন পেইজ এবং গ্রুপের পাশাপাশি ফেবু সেলিব্রিটিরা এই ধরণের হাদিস পোষ্ট করে থাকে।
হাদীসঃ হযরত মুহাম্মদ (সা:) বলেছেন : – “যে ব্যক্তি রমজানের খবর আগে কাউকে দিবে, তার জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে”।
হুজুর,এই হাদিসের বিশুদ্ধতা জানিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
হাদীসের ভান্ডারে এমন কোন হাদীস পাওয়া যায় না। সুতরাং এটি নিঃসন্দেহে একটি বানোয়াট কথা। এটাকে হাদীস বলে প্রচার করা সুষ্পষ্টভাবে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করা। যা পরিস্কার হারাম। যা থেকে বিরত থাকা আবশ্যক।
عَنْ الْمُغِيرَةِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ
মুগীরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নিল। [সহীহ বুখারী, হাদীস নং-১২৯১]
عَلِيًّا، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم “ لاَ تَكْذِبُوا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ ”
‘আলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। [সহীহ বুখারী, হাদীস নং-১০৬, ইফাবা-১০৭]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com