প্রচ্ছদ / আহলে হাদীস / মুসলমানদের দ্বীনের দাওয়াত দেয়ার নাম তাবলীগ নয়?

মুসলমানদের দ্বীনের দাওয়াত দেয়ার নাম তাবলীগ নয়?

প্রশ্ন

From: জাহিদুল আলম রুদ্র
বিষয়ঃ তাবলিগ নিয়ে একটি অজানা প্রশ্ন

প্রশ্নঃ
অনেক আহলে হাদিস বলে যে বর্তমানের তাবলিগ হয় না কারন তাবলিগ মানে অমুসলিমকে দাওয়াত দেওয়া আর বর্তমানের তাবলিগরা তো মুসলিমদের দাওয়াত দেয় সুতরাং এটা নাকি তালিম।

আমার মতামতকে গুরুত্ব দিলে খুশি হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

‘বর্তমান তাবলীগওয়ালারা শুধু মুসলিমদেরই দাওয়াত দেয়’ এটা একটি সুষ্পষ্ট অপবাদ ও অজ্ঞতা। তাবলীগওয়ালারা যেমন দ্বীন থেকে দূরে সরে যাওয়া নামধারী মুসলিমদের আমলওয়ালা খাঁটি মুসলিম হতে দাওয়াত দেয়, তেমনি অমুসলিমদের মাঝেও দাওয়াতী কাজ পরিচালনা করে থাকে। আফ্রিকা ও আমেরিকা মহাদেশে অনেক অমুসলিম তাবলীগের নিসবতে মুসলমান হয়েছে।

ভারতের মাওলানা কালিম সিদ্দীকী দামাত বারাকাতুহুমের হাতে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে এবং হচ্ছে। এসবই তাবলীগের অন্তর্ভূক্ত।

সুতরাং ‘তাবলীগে শুধু মুসলমানদেরই দাওয়াত দেয়া হয়’ এটি একটি অজ্ঞতা অথবা অপবাদ।

 

দ্বিতীয়ত অমুসলিমদের কাছে দ্বীন পৌঁছে দেয়া যেমন তাবলীগ, তেমনি মুসলমানদের কাছে দ্বীনের কথা পৌঁছে দেবার নামও তাবলীগ।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে পরিস্কার বলেন যে, فَلْيُبْلِغْ الشَّاهِدُ الْغَائِبَ তথা উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেয়। [সহীহ বুখারী, হাদীস নং-১৭৩৯]

এ হাদীসে পরিস্কার ভাষায় তাবলীগ শব্দ আসছে। নবীজী উপস্থিত মুসলমানদেরকে নবীজী থেকে শ্রবণ করা কথাগুলো অনুপস্থিত সবার কাছে তাবলীগ করার কথা বলেছেন।

আর একথাতো জানাই যে, বেশ কিছু মুসলমান সেই স্থানে উপস্থিত ছিলেন না। সুতরাং এখানে মুসলিম ও অমুসলিম সবার কাছেই তাবলীগ করার কথা পরিস্কার ঘোষণা দেয়া হয়েছে।

সুতরাং তাবলীগ শুধু অমুসলিমদের কাছেই করতে হয়। মুসলিমদের কাছে দ্বীনের বিষয় পৌঁছে দিলে তা ‘তাবলীগ হয় না’ বলা অজ্ঞতা বৈ কিছু নয়।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *