প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ঋতুবতী মহিলা কুরআন পড়বে না সংক্রান্ত হাদীসটি কি মুনকার?

ঋতুবতী মহিলা কুরআন পড়বে না সংক্রান্ত হাদীসটি কি মুনকার?

প্রশ্ন

From: মিজানুর রহমান  জিলাঃ বরপেটা, আসাম, ভারত।
বিষয়ঃ হাদিসের তাহ্ক্বীক্

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম

মুহতারাম মুফতী সাহেব, আপনাদের এই আহলে হকে মিডিয়া থেকে অনেক উপকৃত হয়েছি। আমাদের ফেচবুক গ্রুপে প্রশ্ন উত্তর গুলো আপনার নামসহ পোষ্ট করে থাকি। আলহামদুলিল্লাহ অনেকেই উপকৃত হয়েছে ।

আল্লাহ তাআলা আপনাৰ ও আপনাদের উত্তম প্রতিদান করুন। আজ নিম্ন হাদিসটির তথ্যসহ তাহকীক জানাবেন বলে আশা রাখলাম।

অনুবাদ-হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-ঋতুবতী মহিলা এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন পড়বে না।

সুনানে তিরমিযী, হাদীস নং-১৩১,

কথিত আহলে হাদিছরা বলে এই হাদিসের মান নাকি মুনকার?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হাদীসটি জঈফ। কিন্তু মুনকার নয়। একমাত্র লা মাযহাবী শায়েখ নাসীরুদ্দীন আলবানী ছাড়া ইতোপূর্বের ও বর্তমানের কোন গ্রহণযোগ্য হাদীস বিশারদ উক্ত হাদীসটিকে ‘মুনকার’ বলে মত পেশ করেননি।

সুতরাং শায়েখ আলবানীর অন্ধ অনুসারী ছাড়া কেউ এটিকে মুনকার বলার কথা নয়।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

তালাকের সন্দেহের দ্বারা কি কোন তালাক পতিত হয়?

প্রশ্ন ‘তালাক’ শব্দটি বলেছে কি না- ভাবনার সময় ‘তালাক দিলাম’  উচ্চারণে কি তালাক হয়? আসসালামু …

Leave a Reply

Your email address will not be published.

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস