প্রচ্ছদ / আজান ও ইকামত / ইকামতের বাক্য দুইবার করে বলা সঠিক নয়?

ইকামতের বাক্য দুইবার করে বলা সঠিক নয়?

প্রশ্ন

From: মোঃ সোহাগ হোসেন
বিষয়ঃ ইকামত

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম,

আমাদের প্রায় প্রতি মসজিদেই ইকামত দেওয়া হয় আজানের মত করে শুধু কাদ কামাতিস সালাহ অতিরিক্ত দুইবার বলা হয়। বাকি যা আছে আজানের মতই। অনেকেই বলে তা নাকি সঠিক নয়?

অনেকে আবার মক্কা মদিনার কথা বলেন ওইখানে নাকি ইকামতের বাক্য গুলো একবার করে বলা হয় শুধু কাদ কামাতিস সালাহ দুইবার বলা হয়।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যারা বলেন যে, ইকামতের বাক্যগুলো দুইবার করে বলা সঠিক নয়, তাদের কাথাটিই সঠিক নয়।

ইকামতের মতো বাক্যগুলো আজানের মতোই দুইবার করে বলা সঠিক ও বিশুদ্ধ।

মক্কা মদীনা আমাদের দলীল নয়, দলীল আমাদের কাছে কুরআন ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।

আর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ থেকে ইকামতের বাক্যগুলো দুইবার করে বলা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত।

 

রাসূল সাঃ এর মুআজ্জিন হযরত আবু মাহজুরা রাঃ এর আমল

عَبْدَ اللهِ بْنَ مُحَيْرِيزٍ حَدَّثَهُ أَنَّ أَبَا مَحْذُورَةَ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ الْإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً

আবু মাহজুরা রাঃ বলেন, নিশ্চয় রাসূল সাঃ আমাকে সতের বাক্যে ইকামত দিতে শিক্ষা দিয়েছেন। {তাহাবী শরীফ, হাদীস নং-৮৩১}

ইমাম তিরমিজী রহঃ আবূ মাহযুরা রাঃ থেকে যে মারফূ হাদীস বর্ণনা করেছেন তাতেও সতের বাক্যের কথা আছে। ইমাম তিরমিজী রহঃ হাদীসটিকে সহীহ বলেছেন। {সুনানে তিরমিজী-১/৪৮}

আরেক মুআজ্জিন হযরত সালাম বিন আকওয়া রাঃ এর আমল

عَنْ عُبَيْدٍ، مَوْلَى سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ أَنَّ سَلَمَةَ بْنَ الْأَكْوَعِ، كَانَ يُثَنِّي الْإِقَامَةَ

হযরত উবায়েদ রহঃ বলেন, সালামা বিন আকওয়া রাঃ এর ইকামতে বাক্যগুলো দুইবার করে বলতেন। {তাহাবী শরীফ, হাদীস নং-৮৩৬}

হযরত বিলাল রাঃ এর আখেরী আমলও তাই

عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ: أَنَّ بِلَالًا كَانَ يُثَنِّي الْأَذَانَ، وَيُثَنِّي الْإِقَامَةَ، وَأَنَّهُ كَانَ يَبْدَأُ بِالتَّكْبِيرِ، وَيَخْتِمُ بِالتَّكْبِيرِ

আসওয়াদ বিন ইয়াযিদ রহঃ বলেন, হযরত বিলাল রাঃ আযান ও ইকামতের বাক্যগুলো দুই বার করে বলতেন। {মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-১৭৯০, তাহাবী শরীফ-১/৬৬}

হযরত আবু মাহজুরা রাঃ এর বর্ণনায় ইকামতের সতের বাক্য উল্লেখ করা হয়েছে। যার দ্বারা পরিস্কার বুঝা যাচ্ছে যে, ইকামতের বাক্যও দুই দুই বার করে বলতে হবে। এ সতের বাক্য হচ্ছে আজানের পনের বাক্যের সাথে কাদ কামিত সালাহ বাক্য দুইবার বলার দ্বারা। {দ্রষ্টব্য, তিরমিজী-১/২৭, আবু দাউদ-১/৮৯, নাসায়ী-১/১০৩, ইবনে মাজাহ-৫২, মিশকাত-১/৬৫, আসারুস সুনান-১/৫৩}

এছাড়াও সুয়াইদ বিন গাফালা রাঃ, আবু জুহাইফা রাঃ, সালামা বিন আকওয়া রাঃ, সাওবান রাঃ এর বর্ণনাও আজানের মত ইকামতের বাক্য দুই দুইবারের হওয়ার বিষয়টি পরিস্কার প্রমাণ বহন করে। দেখুন তাহাবী শরীফ-১/৬৫, আসারুস সুনান-১/৫৩}

আরো জানতে হলে পড়ুন:

ইকামতের বাক্যগুলো একবার বলবে না দুইবার বলবে?

মক্কায় ইকামতের বাক্যগুলো একবার বলে থাকে, তাহলে তাদের ইকামত কী ভুল?

 

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

দুই রাকাত না পাওয়া মাসবূক ব্যক্তি কি ইমামের সাথে বৈঠকে তাশাহুদ পড়বে না?

প্রশ্ন হুজুর আপনি লিখেছেন মাসবুক শেষবৈঠক পেলেও  তাশাহুদ  পড়বে। কিন্তু  আমি  জানি  ২রাকাত  পূর্ণ  না …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস