প্রচ্ছদ / ইলমে হাদীস / হযরত দানিয়াল আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীর হাতে ছোঁয়া চেয়েছেন মর্মে হাদীস আছে?

হযরত দানিয়াল আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীর হাতে ছোঁয়া চেয়েছেন মর্মে হাদীস আছে?

প্রশ্ন

একজন বক্তা তার বয়ানে বলেছেন যে, হযরত দানিয়াল আলাইহিস সালাম নাকি বলেছেন যে, হে আল্লাহ! উম্মতে মুহাম্মদী হবার দরখাস্ত কবুল হবে না, তাই অন্তত উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়া নসীব করো।

প্রশ্ন হলো, এমন কোন কথা কি হযরত দানিয়াল আলাইহিস সালাম থেকে সহীহ সূত্রে প্রমাণিত? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

ইবনে কাসীর রহঃ আবু বকর ইবনে আবিদ দুনিয়া রহঃ এর কিতাব ‘কিতাবু আহকামিল কুবূর’ গ্রন্থের বরাতে এনেছেন যে,

وَقَدْ قَالَ أَبُو بَكْرٍ ابْنُ أَبِي الدُّنْيَا فِي كِتَابِ ” أَحْكَامِ الْقُبُورِ “: حَدَّثَنَا أَبُو بِلَالٍ مُحَمَّدُ بْنُ الْحَارِثِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ حَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ الْقَاسِمُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ أَبِي الْأَشْعَثِ الْأَحْمَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ دَانْيَالَ دَعَا رَبَّهُ عَزَّ وَجَلَّ أَنْ تَدْفِنَهُ أُمَّةُ مُحَمَّدٍ فَلَمَّا افْتَتَحَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ تُسْتَرَ، وَجَدَهُ فِي تَابُوتٍ، تَضْرِبُ عُرُوقُهُ وَوَرِيدَهُ، وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ دَلَّ عَلَى دَانْيَالَ فَبَشِّرُوهُ بِالْجَنَّةِ. فَكَانَ الَّذِي دَلَّ عَلَيْهِ رَجُلٌ يُقَالُ لَهُ: حُرْقُوصٌ فَكَتَبَ أَبُو مُوسَى إِلَى عُمَرَ بِخَبَرِهِ فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ أَنِ ادْفِنْهُ، وَابْعَثْ إِلَى حُرْقُوصٍ ; فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَّرَهُ بِالْجَنَّةِ» . وَهَذَا مُرْسَلٌ مِنْ هَذَا الْوَجْهِ، وَفِي كَوْنِهِ مَحْفُوظًا نَظَرٌ

আবুল আশআস আলআহমারী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী দানিয়াল আল্লাহর নিকট দুআ করেছিলেন যে, তার দাফনকার্য যেন উম্মতে মুহাম্মদীর হাতে সুসম্পন্ন হয়। পরবর্তীকালে আবূ মূসা আশআরী রাঃ এর হাতে তুস্তর নগরী বিজিত হলে তাঁর লাশ একটি সিন্দুকের মধ্যে দেখতে পান। এ সময় তাঁর দেহের শিরা ও কাধেঁর মোটা রগ দু’টি নড়াচড়া করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ‘যে ব্যক্তি দানিয়ালের লাশ সনাক্ত করিয়ে দিবে, তাকে জান্নাতের সুসংবাদ দিবে’।

হারকূস নামক এক ব্যক্তি দানিয়াল আঃ এর লাশ সনাক্ত করেছিলেন। আবূ মূসা রাঃ হযরত উমর রাঃ কে এ বিষয়ে অবহিত করেন। তখন উমর রাঃ পত্র মারফত তাকে জানান যে, দানিয়ালকে ওখানে দাফন কর এবং হারকূসকে আমার নিকট পাঠিয়ে দাও। কেননা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে সুসংবাদ দান করেছেন।

বর্ণিত সূত্রে হাদীসটি মুরসাল এবং এর বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহের অবকাশ আছে। [আল বিদায়া ওয়াননিহায়া, আরবী-২/২৭৭-২৭৮, বাংলা-৮৬-৮৭]

বর্ণনাটি ইবনে কাসীর রহঃ আনার পর নিজেই মন্তব্য করেছেন যে, এটি মূরসাল বর্ণনা এবং এর  বিশুদ্ধতার বিষয়ে আপত্তি আছে।

ইবনে কাসীর রহঃ পরিস্কার বলে দিয়েছেন যে, এটি সরাসরি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সূত্রবদ্ধ নয়। সেই সাথে এর বিশুদ্ধতার মাঝে আপত্তি আছে।

সুতরাং এমন বর্ণনা পরিহার করা উচিত।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

এবার রমজানে চাঁদের নিচে নক্ষত্র থাকা কি হাদীসে বর্ণিত কিয়ামতের আলামত?

প্রশ্ন প্রশ্নকারীর নাম: এস,এম ফখরুদ্দিন আহমেদ ঠিকানা: গ্রাম-পাটুলি,পো:-বুল্লা উপজেলা – মাধবপুর, জেলা -হবিগঞ্জ। জেলা/শহর: হবিগঞ্জ …

Leave a Reply

Your email address will not be published.

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস