প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / তাকবীরা তাহরীমা বলে হাত বাঁধতেই ইমাম যদি সালাম ফিরিয়ে ফেলে তাহলে উক্ত নামায কিভাবে আদায় করবে?

তাকবীরা তাহরীমা বলে হাত বাঁধতেই ইমাম যদি সালাম ফিরিয়ে ফেলে তাহলে উক্ত নামায কিভাবে আদায় করবে?

প্রশ্ন

হুজুর আমি একদিন মাগরিব নামাযের সময় মসজিদে যাই। গিয়ে দেখি ইমাম সাহেব শেষ বৈঠকে আছে। তখন আমি দ্রুত তাকবীরে তাহরীমা দিয়ে নামাযে দাড়াই। তারপর ইমামের ইক্তিদায় তাশাহুদে বৈঠকে যাবার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয়। এখন আমার জানার বিষয় হলো, আমি কি বাকি নামায মাসবূক হিসেবে আদায় করবো? নাকি নতুন করে নামায পড়তে হবে?

দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

নতুন করে নামায পড়তে হবে না। বরং মাসবূক হিসেবে বাকি নামায পূর্ণ করবেন। সালাম ফিরানোর আগে তাকবীরে তাহরীমা বলার দ্বারা উক্ত নামাযে ইমামের সাথে শরীক হয়েছেন বলে ধর্তব্য হবে।

نية المؤتم الإقتداء

فى رد المحتار: أى الإقتداء بالإمام، أو الإقتداء به فى صلاته، أو الشروع فيها، أو الدخول فيها، بخلاف نية صلاة الإمام، وشرط النية، أن تكون مقارنة للتحريمة (رد المحتار، زكريا-2\285، كرتاشى-1\550)

فإذا كبر قائما ينوى الشروع فى صلاة الإمام تنقطع الأولى فى ضمن شروعه فى صلاة الإمام (رد المحتار، زكريا-2\505، كرتاشى-2\52)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *