প্রশ্ন
সামনের নিচের দাঁতের সজ্জা সোজা করাতে, শরীয়তের কোন বাঁধা আছে? দয়া করে জানাবেন।
নাম প্রকাশ করেবন না৷
উত্তর
بسم الله الرحمن الرحيم
না, কোন কোন বাঁধা নেই। জায়েজ আছে।
ولا يمنع من الأدوية التي تزيل الكلف وتحسن الوجه (عمدة القاری شرح صحيح البخاری، کتاب فضائل القرآن-14/179، طبع ملتان)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
