প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / মসজিদের উপকারের জন্য দান করা জমি মসজিদ নির্মাণের জন্য বিক্রি করার হুকুম কী?

মসজিদের উপকারের জন্য দান করা জমি মসজিদ নির্মাণের জন্য বিক্রি করার হুকুম কী?

প্রশ্ন

আমাদের এলাকার মসজিদের জন্য এক ব্যক্তি একটি ধানী জমি দান করেছে। যে জমিনের ধান বিক্রি করে মসজিদের উপকার হয়।

এখন আমাদের পুরাতন মসজিদটি ভেঙ্গে নতুন করে করা হচ্ছে। কিন্তু মসজিদ নির্মাণে আমাদের পর্যাপ্ত অর্থ নেই। এখন আমরা কি মসজিদের জন্য দানকৃত ধানী জমিটি বিক্রি করে মসজিদ নির্মাণ করতে পারবো?

দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। এটা করা যাবে না। মসজিদের জন্য ওয়াকফকৃত জমি, যা থেকে মসজিদের উপকারে কাজে আসে, তা বিক্রি করা জায়েজ নয়।

وإذا خربت أرض الوقف وأراد القيم أن يبيع بعضا منها ليرم الباقى بثمن ما باع، ليس له ذلك (الفتاوى التاتارخانية-8/66، رقم-11221)

وإذا صح الوقف لم يجز بيعه ولا تمليكه (هداية، كتاب الوقف، أشرى ديوبند-2/640، الفتاوى الهندية، قديم-2/350، جديد-2/346، بدائع الصنائع، زكريا-5/326، خانية على هامش الهندية-3/285)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *