প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / উকালতী করে অর্থ উপার্জন করা কি শরীয়তসম্মত?

উকালতী করে অর্থ উপার্জন করা কি শরীয়তসম্মত?

প্রশ্ন

উকালতীর পেশা গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে কেমন? উকালতী করে অর্থ উপার্জন করা কি জায়েজ? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যে উকীল শুধুমাত্র জায়েজ মুকাদ্দমা পরিচালনা করে, মিথ্যা কথা ও প্রতারণা করে না। তাহলে এমন উকীলের উপার্জন হালাল।

কিন্তু যে উকীল নাজায়েজ মুকাদ্দমার কেস লড়ে এবং মিথ্যা কথা উপস্থাপন করে, তার উপার্জন হালাল নয়।

إذا أخذ الوكيل الأجرة لإقامة الوكالة، فإنه غير ممنوع شرعا، إذا الوكالة عقد جائز (نتائج الأفكار-8/3)

أخذ الوكيل الأجرة لإقامة الوكالة، فإنه غير ممنوع شرعا، إذا الوكالة عقد جائز، لا يجب على الوكيل إقامتها، فيجوز أخذ الأجرة فيها (فتح القدير، كتاب الوكالة، زكريا-8/3، كويته-7/2)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

 

আরও জানুন

অবাঞ্ছিত লোম ও কর্তিত নখ কি পুঁতে রাখা জরুরী?

প্রশ্ন From: Nusrat বিষয়ঃ Disposing Hair and Nails প্রশ্নঃ Assalamu Alaikum. I heard that it …

Leave a Reply

Your email address will not be published.

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস