প্রশ্ন
আমি একটি ফাইভ স্টার হোটেলে বয় এর চাকুরী করি। আমার জানার বিষয় হলো, এখানে অনেকে মদ পান করে থাকে। মদের খালি বোতল ফেলে দেয়া হয়।
যদি আমি উক্ত বোতলগুলো সংগ্রহ করে পরিস্কার করে নিজে ব্যবহার করি, কিংবা তা বিক্রি করে টাকা গ্রহণ করি, তাহলে এটা কি আমার জন্য জায়েজ হবে? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
বোতলগুলোকে ভালো করে পাক সাফ করে নিজে ব্যবহার করা কিংবা বিক্রি করে মূল্য উপার্জন করা জায়েজ আছে। তবে শর্ত হলো পানি দিয়ে ভালো করে পরিস্কার করে নিতে হবে।
ويجوز تطهير النجاسة بالماء وبكل مائع طاهر (مختصر القدورى، كتاب الطهارة، باب الأنجاس-18)
فإن كانت شيئا يعلم أن صاحبها لا يطالبها كالنواة، وقشر الرمان يكون إلقاؤه إباحة حتى جاز الانتفاع به بلا تعريف (رد المحتار، زكريا-6/436، كرتاشى-4/278)
والبطيخ فى مواضع متفرقة له أن يأخذ وينتفع بها (بزازية على هامش الهندية-6/219)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com