প্রচ্ছদ / প্রশ্নোত্তর / নিজের গ্রামের বাড়িতে গেলে ব্যক্তি মুসাফির হয়? সফরের দূরত্ব কতটুকু?

নিজের গ্রামের বাড়িতে গেলে ব্যক্তি মুসাফির হয়? সফরের দূরত্ব কতটুকু?

প্রশ্ন:

From: Shamim Ahmed

Subject: Namaz
Country : Bangladesh
Mobile :
Message Body:‎

আমি আমার স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকি। আমার বাসা থেকে আমার গ্রামের বাড়ীর দূরত্ব প্রায় ‎৫৫কি.মি.।মাঝে মাঝে বাড়ীতে যাই দু’এক দিনের জন্য মা-‎বাবার কাছে। এমতাবস্থায় আমাকে কি ‎গ্রামের বাড়ীতে মুসাফির হিসেবে কসর নামায আদায় করতে হবে। কখন কসর নামায আদায় করতে হয় ‎বিস্তারিত ‎জানিয়ে বাধীত করবেন।‎

জবাব:

بسم الله الرحمن الرحيم

আপনার গ্রামের বাড়ি আপনার নিজের বাড়িই আপনার আসল বাড়ি। ঢাকায় কেবল আপনি বাসা ভাড়া ‎নিয়ে অবস্থান করছেন। সুতরাং এটি আপনার স্থায়ী নিবাস নয়। সুতরাং আপনি গ্রামের বাড়িতে গেলে ‎মুসাফির হবেন না। বরং আপনি মুকিমই থাকবেন। তাই সেখানে গেলে আপনাকে পূর্ণাঙ্গ নামাযই পড়তে ‎হবে। ‎
ব্যক্তি নিজে স্থায়ী নিবাসে গেলে কখনো মুসাফির হয়না। স্থায়ী নিবাস বলে এমন স্থানকে-“যেখানে ব্যক্তির ‎বসবাসের জন্য স্থায়ী গৃহ থাকে, স্ত্রী সন্তান নিয়ে যেখানে সর্বদার জন্য থাকার নিবাস হয়”।
৮৮ কিলোমিটার হল সফরের দূরত্ব। এর কম নয়। সুতরাং কেউ যদি ৮৮ কিলোমিটার দূরত্বের সফরের ‎নিয়তে বের হয় কেবল সেই ব্যক্তি কসর পড়তে পার। এরচে’কম দূরত্বের সফরের জন্য কসর পড়া ‎জায়েজ নয়। ‎

দলিল

فى رد المحتار- (الوطن الاصلى يبطل بمثله) ( قوله إذا لم يبق له بالأول أهل ) أي وإن بقي له فيه عقار قال في النهر : ولو ‏نقل أهله ومتاعه وله دور في البلد لا تبقى وطنا له وقيل تبقى كذا في المحيط وغيره (رد المحتار-كتاب الصلاة، باب صلاة ‏المسافر، مطلب في الوطن الأصلي ووطن الإقامة-2/614)‏
سنن أبى داود -‏‎‎صلاة السفر باب متى يقصر المسافر (1 / 465)‏‎‎حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ ‏يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِىِّ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلاَةِ فَقَالَ أَنَسٌ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا ‏خَرَجَ مَسِيرَةَ ثَلاَثَةِ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةِ فَرَاسِخَ – شُعْبَةُ شَكَّ – يُصَلِّى رَكْعَتَيْنِ.‏

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে শামী-২/৬১৪
২. তাবয়ীনুল হাকায়েক-১/৫১৭
৩. আল বাহরুর রায়েক-২/২৩৬
৪. খাইরুল ফাতওয়া-২/৬৮২-৬৮৩
৫. আহসানুল ফাতওয়া-৪/৭৫-৭৬
৬. সুনানে আবু দাউদ-১/৬১৪

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …

No comments

  1. Mohammad RIfat Alam

    আস-সালামু আলাইকুম,

    দূরত্বের হিসাবে,
    1 মাইল = 1.60934 কিমি।
    সুতরাং 48 মাইল = 48 * 1.60934 = 77.2485 কিমি।
    যা প্রায় সোয়া সাতাত্তর কিমি।

    আবার,
    1 কিমি = 0.621371 মাইল
    সুতরাং 88 কিমি = 88 * 0.621371 = 54.6807 মাইল
    যা প্রায় পৌনে পঞ্চান্ন মাইল।

    এক্ষেত্রে 48 মাইল নাকি 88 কিমি কোনটাকে মুল ধরা ঠিক হবে?

    • ওয়াআলাইকুম আসসালাম। আপনার হিসেবটি সঠিক নয়। কারণ আপনি মাইল ধরছেন খৃষ্টীয় মাইল। কিন্তু এখানে উদ্দেশ্য হল শরয়ী মাইল। আর শরয়ী ৪৮ মাইল হিসেবে কিলোমিটার হয় কমপক্ষে ৮৩। অর্থাৎ ৮৩ কিলোমিটার এর আগে কেউ মুসাফির হবে না।
      এছাড়া ৮৮ কিলোমিটারেরও বক্তব্য আছে। বাকি কমপক্ষে ৮৩ কিলোমিটার দূরত্বের সফর ছাড়া কেউ মুসাফির হয় না।
      আর আপনি যে ৭৭ কিলোমিটারের হিসেব দিচ্ছেন, তা শরয়ী মাইল হিসেবে নয়, বরং তা খৃষ্টীয় মাইল হিসেবে। আর এখানে উদ্দেশ্য হল শরয়ী মাইল। খৃষ্টীয় মাইল নয়।

      জাযাকাল্লাহ।

Leave a Reply to Mohammad RIfat Alam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *