প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / পেশাব লজ্জাস্থান থেকে বের না হয়ে মুখে আটকে থাকলে কি অযু ভেঙ্গে যায়?

পেশাব লজ্জাস্থান থেকে বের না হয়ে মুখে আটকে থাকলে কি অযু ভেঙ্গে যায়?

প্রশ্ন

যদি পেশাব লজ্জাস্থানের মুখে এসে আটকে থাকে। বাহিরে না আসে, তাহলে কি অজু ভেঙ্গে যাবে? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। এতে করে অযু ভঙ্গ হবে না। যতক্ষণ না তা লজ্জাস্থান পেরিয়ে বাহিরে আসে। যদি বাহিরে  চলে আসে, তাহলে অযু ভেঙ্গে যাবে।

 

ثم المراد بالخروج من السبلين مجرد الظهور

وفى رد المحتار: فلو نزل البول إلى قصبة الذكر لا ينقض لعدم ظهوره، بخلاف القلفة، فإنه بنزوله إليها ينقض الوضوء (الدر المختار مع رد المحتار-1/262، بدائع الصنائع-1/121)

ولو نزل البول إلى قصبة الذكر لا ينقض، لأنه من الباطن ولو خرج إلى القلفة أو إلى اسكنى المرأة ينقض، لأنه من الظاهر (الفتاوى التاتارخانية-1/241، رقم-185)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

কুয়েতে প্যাকেটজাত গোস্ত খাওয়ার হুকুম কী?

প্রশ্ন আসসালামু আলাইকুম। আমি বর্তমানে কুয়েতে থাকি। আমার প্রশ্ন হলো এখানকার মার্কেটে যে সমস্ত প্যাকেটিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস