প্রশ্ন
প্রশ্নকারীর নাম: ইবনে ইবরাহীম
ঠিকানা: পাবনা
জেলা/শহর: পাবনা
দেশ: বাংলাদেশ
প্রশ্নের বিষয়: যাকাত
বিস্তারিত:
—————-
আস সালামু আলাইকুম,
ধরি, আমি একটি জমি / দোকান ইজারা(ভাড়া) নিয়েছি,বছরে ভাড়া দেই আলাদা।
২ লাখ টাকা আগে দেওয়া লাগছে জামানত হিসেবে।
এই দুই লাখ টাকা জমি / দোকান ছেড়ে দিলে ফেরত পাবো।
এখন এই দুই লাখ টাকার যাকাতের কি হবে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেহেতু এর উপর আপনার পূর্ণাঙ্গ মালিকানা বাকি নেই।
তাই ঐ দুই লাখ টাকার যাকাত আপনার উপর আবশ্যক হবে না। এর যাকাত দোকানের মালিক যিনি গ্রহণ করেছেন, তার উপর আবশ্যক হবে।
اذا عجل الأجرة لا يملك الاسترداد (رد المحتار-9\13، كرتاشى-6\10)
المستأجر إذا عجل الأجرة، قبل استفاء المنفعة لم يملك الاسترداد (المحيط البرهانى-3\196، رقم-2735)
ولو عجل الأجرة إلى رب الدار لا يملك الاسترداد (الفتاوى الهندية-4\412، جديد-4\444)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।
ইমেইল– [email protected]