প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / কোর্টের মাধ্যমে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে?

কোর্টের মাধ্যমে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে?

প্রশ্ন

প্রশ্ন: আমি একজন কে বিয়ে করতে চাই, যে কি না তালাক প্রাপ্ত। সে তার সাবেক স্বামী কে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছিলো এবং সেটা ২ বছর আগে… এখন আমার জানার বিষয় হচ্ছে তার তালাক দেয়াটা বিশুদ্ধ হয়েছে কি না? আমি কি তাকে বিয়ে করতে পারবো? অনুগ্রহ করে জানাবেন

প্রশ্নকর্তা- Morshed alom

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা থাকে লিখিত বা মৌখিকভাবে, তাহলে যেসব শর্ত পাওয়া গেলে অধিকার প্রাপ্ত বলে অধিকার দিয়েছে, সেসব শর্ত পাওয়া গেলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করতে পারে।

তালাক পতিত করার পর ইদ্দত শেষে আপনাকে হোক বা যে কাউকে উক্ত মহিলা শরয়ী বিয়ে নীতি মেনে বিয়ে করতে পারবে।

কিন্তু স্বামী কর্তৃক তালাকের অধিকারপ্রাপ্ত না হয়, কিংবা যেসব শর্তে অধিকার দেয়া হয়েছে, সেসব শর্ত পাওয়া না যায়, তাহলে কোর্টের মাধ্যমে তালাক দিলেই তালাক হবে না। তাই তাকে বিয়ে করাও আপনার জন্য বৈধ হবে না।

وفي رد المحتار- وأنواعه ثلاثة : تفويض ، وتوكيل ، ورسالة وألفاظ التفويض ثلاثة : تخيير وأمر بيد ، ومشيئة . (رد المحتار-كتاب الطلاق، باب تفويض الطلاق-4/452

ومحله المنكوحة واهله زوج عاقل بالغ مستيقظ (الدر المختار مع رد المحتار-4/431، مجمع الانهر-2/4، النهر الفائق-2/310)

فى الدر المختار: (قَالَ لَهَا طَلِّقِي نَفْسَك وَلَمْ يَنْوِ أَوْ نَوَى وَاحِدَةً) أَوْ ثِنْتَيْنِ فِي الْحُرَّةِ (فَطَلَّقَتْ وَقَعَتْ رَجْعِيَّةً، وَإِنْ طَلَّقَتْ ثَلَاثًا وَنَوَاهُ وَقَعْنَ (رد المحتار، كتاب الطلاق، باب الأمر باليد-4/575

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *