প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / শিক্ষার্থীদের জন্য গাড়ীর ভাড়া হাফ দেয়ার হুকুম কী?

শিক্ষার্থীদের জন্য গাড়ীর ভাড়া হাফ দেয়ার হুকুম কী?

প্রশ্ন

From: m.Hasan
বিষয়ঃ হাফ ভাড়ার বিধান

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম।
কেমন আছেন হুযুর?
আমার প্রশ্ন বর্তমানে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য হাফ ভাড়ার বিধান চালু করা হয়েছে তা কি ইসলামি শরীয়ত সম্মত?
দলীলসহ জানালে খুব উপকৃত হতাম।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبكاته

بسم الله الرحمن الرحيم

যে পরিবহনে উঠা হয়, যদি সেই পরিবহনের মালিক স্বেচ্ছায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া গ্রহণ করে থাকে, তাহলে হাফ ভাড়া দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত জায়েজ আছে।

কিন্তু পরিবহন মালিকদের বাধ্য করে তাদের উপর চাপ  সৃষ্টি করে হাফ ভাড়া প্রদান করা শরীয়তসিদ্ধ নয়। এতে করে হাফ ভাড়া প্রদানকারীরা অন্যের হক নষ্ট করার গোনাহে দণ্ডিত হবে।


وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ [٢:١٨٨

তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। [সূরা বাকারা-১৮৮]

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  «لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسِهِ»

হযরত আনাস বিন মালেক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলমানের সম্পদকে তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল নয়। [সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৮৫]

والذى يعطيه بلا شرط فهو هدية (قواعد الفقه-307)

لا يجوز التصرف فى مال غيره بلا إذنه ولا ولايته (الدر المختار مع رد المحتار-9\291)

لا يجوز لأحد أن يتصرف فى ملك الغير بغير أذنه (قواعد الفقه-110، حلبى كبير-514)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

তরজমাসহ কুরআন কি কুরআনের মতো সম্মানিত?

প্রশ্ন আসসালামু অলাইকুম। আমি জানতে চাই এক খন্ডের যেসব তাফসীর পাওয়া যায় সেগুলোতে পূর্ন আরবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস