প্রশ্ন
মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, মুহাম্মদ নবী এবং আহমদ নবী নাম রাখার হুকুম কী? এভাবে নাম রাখা কি শরীয়তে জায়েজ?
উত্তর
بسم الله الرحمن الرحيم
না। এভাবে নাম রাখা জায়েজ নেই। সুতরাং যাদের নাম ‘মুহাম্মদ নবী’ বা ‘আহমাদ নবী’ রাখা হয়েছে। সেই নাম পরিবর্তন করে শরীয়তসিদ্ধ নাম রাখতে হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي،
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার নামে নাম রাখ, কিন্তু আমার কুনিয়াতের অনুরূপ কুনিয়াত রেখো না। [সহীহ বুখারী, হাদীস নং-১১০, সহীহ মুসলিম-২/২০৬, হাদীস নং-২১৩৩]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com