প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / অহংকার না হলে টাখনুর নিচে জামা ঝুলিয়ে পরিধান করলে কোন সমস্যা আছে?

অহংকার না হলে টাখনুর নিচে জামা ঝুলিয়ে পরিধান করলে কোন সমস্যা আছে?

প্রশ্ন

From: Mohammad Alauddin
বিষয়ঃ টাখনুর নিচে কাপড় পড়া

প্রশ্নঃ
আবু যর রা. বলেন, রাসূল-সাল্লাল্লাহু আলইহি ওয়া সাল্লাম- বলেছেন, “কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না। এমনকি তিনি তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা? তবে এরা তো ধ্বংশ, তাদের বাঁচার কোন রাস্তা নাই। রাসূল-সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম- এ কথা তিনবার বলেছেন। তারা হলঃ
১) যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে।
২) যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যাবসার পণ্য বিক্রি করে।
৩) যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয়।
(মুসলিম, তিরমিযী, আবু দাউদ ও ইব্‌ন মাজাহ্‌)

হযরত আমি এটা নিয়ে কোন সন্দেহ প্রকাশ করছিনা শুধু মাত্র জানার জন্য জিজ্ঞেস করছি যে – এটার পিছনের ব্যাখ্যাটা কি?
কেন আমাকে টাখনুর নিচে কাপড় পরতে হবে? আমি যদি অহংকার না করি তাহলেও কেন পরতে পারবো না? টাখনুর নিচে কাপড় পরলে তো একজনের অহংকার নাও আসতে পারে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

ইসলাম আমাদের যুক্তির নাম নয়। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধ যথাযথ মানার নাম।

যেহেতু আল্লাহর নবী স্পষ্ট শব্দে ঘোষণা করেছেন যে, টাখনুর নিচে জামা ঝুলিয়ে পড়লে ব্যক্তি জাহান্নামে যাবে। এভাবে জামা পরিধান করা নিষেধ।

এ নবীজীর উক্ত নিষেধ অমান্য করাইতো একটা অহংকার। বিধান না মানার দাম্ভিকতা। কঠিন আযাবের ধমকিকে উপেক্ষা করা। আযাবের ধমক উপেক্ষা করা কি অহংকার নয়?

যেখানে জাহান্নামের ভয় দেখানো হচ্ছে, সেখানে একজন মুসলিম কি করে সেই কাজ করার সাহস করতে পারে? যে করবে সেতো অহংকারীই হবে।

কিছু হাদীসে যদিও জামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়াকে অহংকারের কারণ বলা হয়েছে। তবে আপনার উদ্ধৃত হাদীসসহ অন্যান্য হাদীসে আমভাবে কাপড় ঝুলিয়ে পরিধান করতে নিষেধ ও জাহান্নামে যাবার কারণ বলা হয়েছে।

আসল কারণ আল্লাহ ও রাসূলের বিধান অমান্য করাই অহংকার।

দ্বিতীয়ত অহংকার মনে থাকুক বা না থাকুক একাজটাই অহংকারীর আলামত।

তাই টাখনুর নিচে জামা ঝুলিয়ে পড়া যাবে না। দাম্ভিকতা থাকুক বা না থাকুক।

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥٩:٧]

রসূল তোমাদেরকে যা দেন,তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন,তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। [সূরা হাশর-৭]

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ»

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, টাখনুর নিচের যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তা জাহান্নামে যাবে। {বুখারী, হাদীস নং-৫৭৮৭, ৫৪৫০}

عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللَّهُ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» قُلْتُ: مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ خَابُوا وَخَسِرُوا؟ فَأَعَادَهَا ثَلَاثًا، قُلْتُ: مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ خَابُوا وَخَسِرُوا؟ فَقَالَ: «الْمُسْبِلُ، وَالْمَنَّانُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ – أَوِ الْفَاجِرِ

আবূ যার (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কিয়ামাতের দিন আল্লাহ তিন প্রকার লোকের সাথে কথা বলবেন না, তাদের প্রতি (রাহমাতের নজরে) দেখবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, আর তারা কঠিন শাস্তি ভোগ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! এরা কারা? নিঃসন্দেহে এরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একথাটা তিনবার বললেন, আর আমিও তাঁকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! এরা কেমন লোক? এরা তো ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বললেনঃ (১) যে ব্যক্তি টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে রাখে; (২) যে ব্যক্তি দান করে খোঁটা দেয় এবং (৩) যে ব্যক্তি মিথ্যা বা ধোঁকাপূর্ন কসম করে পণ্য বিক্রি করে। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৪০৮৭]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:

وَإِيَّاكَ وَإِسْبَالَ الْإِزَارِ، فَإِنَّهَا مِنَ الْمَخِيلَةِ، وَاللهُ تَبَارَكَ وَتَعَالَى لَا يُحِبُّ الْمَخِيلَةَ

সাবধান! তোমরা জামা (টাখনুর নিচে) ঝুলিয়ে পরিধান থেকে বেঁচে থাকো। কেননা এটা অহংকার। আর আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। [মুসনাদে আহমাদ, হাদীস নং-১৬৬১৬]

عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا سُفْيَانَ بْنَ سَهْلٍ، لَا تُسْبِلْ فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُسْبِلِينَ»

মুগীরা ইবনে শোবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে সুফিয়ান ইবনে সাহল! পরিধেয় বস্ত্র (গোছার নিচে) ঝুলিয়ে পরো না। কারণ আল্লাহ তা‘আলা এভাবে পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পরিধানকারীদের পছন্দ করেন না। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৫৭৪]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *