প্রশ্ন
Alamgir Sardar
প্রশ্ন: ঈসা (আ:) এবং ইমাম মাহাদী (আ:) কোন মাযহাবের অনুসারী হবেন? নাকি লা-মাযহাবী হবেন? ওনারা যদি লা-মাযহাবী হন তাহলে আপনি তখন কি করবেন যদি আপনার জীবদ্দশায় ওনারা আসেন?
উত্তর
بسم الله الرحمن الرحيم
এ প্রশ্নটি আপনি করেছেন কেবলি বিদ্বেষ থেকে এবং মাযহাব সম্পর্কে অজ্ঞতার কারণে ।
আসলে আপনাকে আগে বুঝতে হবে যে, মাযহাব মানবে কে?
মাযহাব মানবে কেবলি গায়রে মুজতাহিদ ব্যক্তি। মুজতাহিদের জন্য মাযহাব মানা জায়েজ নয়।
ইমাম মাহদী আঃ মুজতাহিদ হবেন। সুতরাং তার কারো মাযহাব মানার প্রয়োজনই নেই।
আর ঈসা আঃ তো নবী। সুতরাং তার ক্ষেত্রে মাযহাব মানার প্রশ্ন করাইতো মূর্খতা।
মাযহাব যেহেতু কুরআন ও হাদীসের সুবিন্যস্ত রূপ। কুরআন ও হাদীসের বিশুদ্ধ ব্যাখ্যা। সুতরাং যারা কুরআন ও হাদীস খুলে দৈনন্দিন জীবনের যাবতীয় মাসায়েল হুকুমসহ, শিরোনাম ও নাম্বার আকারে বের করতে পারে না কেবলি এমন গায়রে মুজতাহিদ ব্যক্তির জন্য মুজতাহিদের অনুসরণ তথা মাযহাবের অনুসরণে কুরআন ও হাদীসের উপর আমল করা আবশ্যক।
সুতরাং মুজতাহিদ ব্যক্তির জন্য অন্য কারো মাযহাব মানার প্রশ্ন করাটাই মাযহাব সম্পর্কে মূর্খতার প্রমাণবাহী।
মাযহাব বিষয়ে জানতে আমাদের সাইটের “মাযহাব ও তাক্বলীদ” ক্যাটাগরির লেখাগুলো পড়ুন।
এছাড়া পড়ুন:
তাকলীদের হাকীকতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা (পর্ব-১)
তাকলীদের হাকীকতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা (পর্ব-২)
তাকলীদের হাকীকতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা (পর্ব-৩)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com