প্রশ্ন:
From: নাজিয়া
Subject: জমজম পানির গুণাগুণ।
Country : Singapore
Mobile :
Message Body:
আসসালামু আলাইকুম।
ভাই,জমজম পানির গুণাগুণ সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। শুনেছি এই পানির গুণাগুণ নাকি নষ্ট হয় না, সাধারণ পানির সাথে এই পানি মেশানো হলেও নাকি গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। এটা কি সত্য?
দয়া করে জমজম পানি পান করার কোন বিশেষ আদব-কায়দা, দূআ থাকলে তাও জানাবেন।
অনেক ধন্যবাদ।
আল্লাহ আপনাদের মঙ্গল করুন। আমীন
জবাব:
وعليكم السلام ورحمة الله وبكاته
بسم الله الرحمن الرحيم
জমজমের পানি বরকতময় পানি। বিজ্ঞ ব্যক্তিদের অভিমত হল এ পানির গুনাগুণ নষ্ট হয় না দীর্ঘদিন পর্যন্ত। [কিতাবুল ফাতওয়া-৪/৮১-৮২] তবে এ ব্যাপারে সরাসরি কুরআন সুন্নাহে কিছু বর্ণিত নেই।
হাদীসে রাসূল সাঃ ইরশাদ করেছেন-
جابر بن عبد الله يقول سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ماء زمزم لما شرب له (سنن ابن ماجه، كتاب المناسك، باب الشرب من زمزم ، رقم الحديث-3062
হযরত জাবের রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-জমজমের পানি সে জন্যই হবে যার জন্য তা পান করা হয়ে থাকে। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩০৬২, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৩৮, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৯৪৪২, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪১২৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৪৮৪৯}
সুতরাং কল্যাণধর্মী বিষয়ের নিয়ত করে জমজমের পানি পান করা উচিত।
জমজমের পানি পান করার পদ্ধতি
ফুক্বাহায়ে কিরাম জমজমের পানি কিবলা দিকে ফিরে দাঁড়িয়ে পান করা মুস্তাহাব বলেছেন। তবে একদল ফুক্বাহায়ে কিরাম দাঁড়িয়ে পান করাকে মুস্তাহাব বলেন না, বরং জায়েজ বলে থাকেন। {ফাতওয়ায়ে শামী-১/২৫৪-২৫৫)
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি জমজমের পানি পান করার সময় নিম্নোক্ত দুআটি পড়তেন-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا وَاسِعًاوَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍঅর্থাৎ হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি উপকারী ইলম, আর প্রশস্ত রিজিক এবং সর্ব প্রকার রোগ থেকে মুক্তি। {দুরারুল হুক্কাম ফি শরহী গুরারিল আহকাম-১/২৩২}
দুআটির বাংলা উচ্চারণ-আল্লাহুম্মা ইন্নি আস আলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান ওয়াসিআ, ওয়া শিফাআন মিন কুল্লি দা’ইন।
বিঃদ্রঃ আরবী আরবীতেই পড়তে চেষ্টা করা উচিত। উচ্চারণটি দেয়া হল যারা একদম আরবী পড়তে জানে না তাদের জন্য।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।